১হাজার ইটে লক্ষ টাকার সংস্কার কাজ শেষ করলো সংরক্ষিত এক মহিলা ইউপি সদস্য। উপকার তো দূরের কথা ফের দূর্ভোগে পড়েছে জনসাধারণ। ঘটনাটি ঘটেছে উপজেলার ৩নং সখিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চন্ডিপুর গ্রামে।

জানা যায়, ২০২২-২০২৩ অর্থ বছরের গ্রামীর অবকাঠামো রক্ষণাবেক্ষন(টিআর) কর্মসূচির আওয়াতায় দেবহাটা উপজেলার ৪১টি প্রকল্পে প্রায় ৩০ লক্ষ ১৫ হাজার ৮৩২ টাকা বরাদ্দ দেয়। যার মধ্যে চন্ডিপুর মাহবুবর গাজী (মাফু দর্জি)’র বাড়ি হতে সরকার পাড়া গামী শাহজান সরদারের দোকান পর্যন্ত ইট সোলিং রাস্তা পুনঃসংস্কার বারদ ১ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। গত কয়েকদিন আগে প্রকল্পের বরাদ্দে ৫০% টাকা বাবদ ৫০ হাজার টাকা উঠিয়ে আনেন প্রকল্পের সভাপতি সখিপুর ইউনিয়নের ৭,৮,৯ নং সংরক্ষিত মহিলা ইউপি সদস্য জুলেখা খাতুন। এই টাকা দিয়ে ১ হাজার নি¤œ মানের ইট, সমপরিমান ভরাট বালু ও লেবার দিয়ে কোন রকমে দায়সারাভাবে শেষ করেন প্রকল্পের কাজ। কাজ শেষ হওয়ার কয়েক দিনের মধ্যে সংস্কারকৃত রাস্তাটি আবার চলাচলে ফের অযোগ্য হয়ে বেহাল দশায় পরিনত হয়েছে।

এ ব্যাপারে প্রকল্পের সভাপতি জুলেখা খাতুনের কাছে জানতে চাইলে প্রথমে তিনি এড়িয়ে যাওয়ার চেষ্ঠা করেন। পরে এক প্রশ্নের জবাবে তিনি ১ হাজার ইট কিনে রাস্তাটি সংস্কার করার বিষয় স্বীকার করে পরিষদে এসে দেখা করতে বলেন।

এ বিষয় দেবহাটা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার বলেন, প্রকল্পের অর্ধেক টাকা প্রদান করা হয়েছে। কাজে অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে।




Leave a Reply

Your email address will not be published.