সমাজের আলো : লকডাউনে বিয়ের আয়োজন : বর-কনেপক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা ঈদুল আজহার পর সরকারঘোষিত কঠোর লকডাউনের (বিধিনিষেধ) প্রথম দিনে চট্টগ্রামের পটিয়া উপজেলায় বিয়ের আয়োজন করায় বর ও কনেপক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২৩ জুলাই) দুপুর ৩টার দিকে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। উপজেলা প্রশাসন জানায়, করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকারি নির্দেশনায় আজ (শুক্রবার) সকাল থেকে ফের ১৪ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এ বিধিনিষেধ চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। কিন্তু এরই মধ্যে পটিয়ার কাশিয়াইশ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় গোপনে বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে ইউএনও ফয়সাল। অভিযানে বর ও কনেপক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।




Leave a Reply

Your email address will not be published.