সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। বিশ্বের অধিকাংশ দেশের সরকার প্রধানরা এ নিয়ে খুবই চিন্তিত। পাশাপাশি মানুষের মধ্যে রয়েছে আতঙ্ক। বিশ্বের অনেক দেশে চলছে লকডাউন। আমাদের প্রতিবেশি রাষ্ট্র ভারতে চলছে লকডাউন। তবে সম্প্রতি ভারত তাদের বিভিন্ন অঞ্চলের লকডাউন শিথিল করতে শুরু করেছে। কিন্তু শিথিলের পরেই ভারতে একদিনে বেড়েছে রেকর্ড পরিমাণ মৃত্যু ও আক্রান্তের সংখ্যা।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ১৯৫ জনের। আক্রান্ত ৩ হাজার ৯০০ জন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ৪৩৩ জনে দাঁড়ালো। মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৫৬৮ জনের। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজার ৭২৭ জন। এতে সুস্থ হওয়ার হার ২৭ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে। এনডিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৫৭৩ জন, মৃত্যু হয় ৮৩ জনের। এর আগের দিন রবিবার আক্রান্ত হয়েছিল ২৪ শ’ ৮৭ জন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *