ফারুক হোসাইন রাজ, কলারোয়া সাতক্ষীরা:

মৎস ঘেরের পাড়ে লাউ চাষ করে সফলতা পেয়েছেন কলারোয়ার কামারালী গ্রামের চাষি আব্দুস সাত্তার৷ অন্যান্য সবজির মতো বাজারে লাউয়ের চাহিদা থাকায় ভালো দামে বিক্রি করতে পেরে আর্থিক ভাবেও সাবলম্বী হয়েছেন তিনি৷ ঘেরের পাড়ে তার এমন চাষ দেখে প্রতি বছরই কামারালী মান্দারতলা এলাকায় সবজিটির চাষির সংখ্যা বেড়েছে প্রায় অর্ধ শতাধিক।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার যুগিখালী ইউনিয়নের কামারালী মান্দারতলা এলাকায় প্রায় ৩০০ বিঘার মাঠ৷ এ মাঠে ধান সবজি ও মাছের চাষ হয়৷ মাছের ঘেরের পাড়ে কৃষকেরা মৌসুম ভিত্তিক চাষ করে নানান সম্ভাবনাময় সবজি৷
কামারালী সানা পাড়া গ্রামের বদরউদ্দিন সানার ছেলে সফল টমেটো চাষি আব্দুস সাত্তার বলেন, ১৪ বছর ধরে ধান, মাছ ও সবজি চাষ করছি৷ মাছের ঘেরের পাড়ে সবজি চাষ লাভজনক ফসল৷ সলিডারিডার্ড নেটওয়ার্ক এশিয়া ও কৃষি অফিসের সহযোগিতায় নিরাপদ সবজি চাষ করে সফলতা পেয়েছেন৷ এতে ঘরের পাড় থেকে সবজি বিক্রি হচ্ছে অন্য দিকে মাছ ও বিক্রি হওয়ায় দ্বিগুণ লাভ হয়৷
সলিডারিডার্ড ও সফলের ফিল্ড অরগানাইজার খোকন সরদার বলেন, সলিডারিডার্ড থেকে নিরাপদ সবজি চাষের প্রশিক্ষণ নিয়ে আব্দুস সাত্তারসহ অনেকে ঘেরের পাড়ে সাথী ফসল চাষ করে সাবলম্বি হয়েছেন৷
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া বলেন, কলারোয়ার মাটি ও আবহাওয়া লাউসহ অন্যন্য সবজি চাষের জন্য খুবই উপযোগী। কৃষক আব্দুস সাত্তার ইতিমধ্যে ঘেরের পাড়ে অন্যান্য মৌসুমী সবজির সাথে সাথী ফসল হিসেবে লাউ চাষ করে সফলতা পেয়েছেন৷ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তার সার্বিক সহযোগিতা করা হয়৷

ছবি ক্যাপশন: সাতক্ষীরা কলারোয়ার কামারালী মান্দার তলা এলাকায় লাউ চাষে সাবলম্বি আব্দুস সাত্তার




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *