রাজু রায়হান কলারোয়া প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী তথা মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালযের় মাঠে ৮ দর্লীয় ইউনিয়ন ভিত্তিক ক্রিকেট টূর্ণামেন্টের অনুষ্ঠিত হয়।শনিবার (২য়া জানুয়ারি) বিকাল ৩টার সময় বঙ্গবন্ধু ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েচ্ছে। উক্তি ক্রিকেট টূর্ণামেন্টের জয়নগর ইউনিয়ন ক্রিকেট একাদশকে ৪০ রানে পরাজিত করে কলারোয়া (পৌর) চাম্পিয়ান হয়েছে। আর রানারচাপ হয়েছে জয়নগর ইউনিয়ন। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন জয়নগর ইউনিয়ন টিমের ক্যাপ্টেন। ব্যাট করতে নেমে নির্ধারিত ১৫ ওভারে ৮টি উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করেন কলারোয়া পৌর ক্রিকেট টিম। ১৫৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৪ ওভার ২ বলে সবকয়টি উইকেট হারিয়ে১১৬ রান সংগ্রহ করেন জয়নগর ইউনিয়ন টিম। লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কে এল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার নুরুল ইসলামের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খাইরুল কবির। তিনি তার বক্তব্যে বলেন, আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে দিনখন গনোনা শুরু হয়েছে এবং এই একটি বছর ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত সরকারের মাহাত পরিকল্পনা ছিল বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী সুন্দর ভাবে উদযাপন করার জন্য কিন্তু বৈশ্বিক মহামারীর কারণে সম্ভব হয়ে ওঠে নাই তথা পরিও বিভিন্ন যায়গায় বিভিন্ন অনুষ্ঠান সম্পন্না হয়েছে। তারি ধারাবাহিকতায় লাঙ্গলঝাড়ায় ৮দলীয় ক্রিকেট টূর্ণামেন্টে। আমি ধন্যবাদ জানায় চেয়ারম্যান মহদয়কে এই যে, উঠতি বয়সী তরুণীদের খেলাতে মনোনিবেশ করে তাদেরকে মাদকের মত একটি খারপ জিনিশ থেকে দুরে রাখতে পেরেছে। শুভেচ্ছা বক্তব্য শেষে (ওসি) মীর খাইরুল কবির বিজয়ী ও রানারচাপ টিমের ক্যাপ্টেনদের হাতে পুরস্কার তুলে দেন। উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মাস্টার সিরাজুল হক, লাঙ্গলঝাড়া স্পোটিং ক্লাবের সকল সদস্য বৃন্দসক সুধী বৃন্দ ও দর্শক বৃন্দ। উক্ত ক্রিকেট টূর্ণামেন্টের কলারোয়া (পৌর) টিমের আলি ৮৫রান ও ৫ উইকেট নিয়ে ম্যান অপ দ্যা টূর্নামেন্ট নির্বাচিত হন।একুয় প্রেয়ার আলি ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।উক্ত টূর্ণামেন্টে সর্বচ্ছো রান সংগ্রহ কারেন কলারোয়া (পৌর) টিমের তানভির হোসেন। উক্ত টুর্নামেন্টের আয়োজন করেন লাঙ্গলঝাড়া স্পোর্টিং ক্লাব এবং টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা করেন চেয়ারম্যান মাষ্টার নুরুল ইসলাম।




Leave a Reply

Your email address will not be published.