সমাজের আলো : সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সির আর্থিক সহায়তায় এবং সহায় ও মানুষের জন্য ফাউন্ডেশনের বাস্তবায়নে সুশীল সমাজ এবং সরকারি প্রতিষ্ঠানসমূহ শক্তিশালী করণের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা” এ প্রকল্পে ‘নারীর প্রতি সহিংসতা নিরোসনে লাবসা ইউনিয়ন পরিষদ কর্তৃক সেবা প্রদান এবং এলাকার জনগণের সেবা গ্রহনের মান গাণিতিক ভাবে নির্নয় করার জন্য ইন্টারফেজ সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয় । সভায় সেবাদাতা ও সেবাগ্রহিতাদের মধ্যে সেবার মান বৃদ্ধিতে করনীয়, সুপারিশ, বাস্তবায়ন কৌশল ও জবাবদিহিতা নিশ্চিতকরনের বিষয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির প্রশাসনিক প্রধান মোঃ সাকিবুর রহমান, সাতক্ষীরা, ইউপি প্যানেল চেয়ারম্যান আঃ হান্নান ও ফেরদৌসী ইসলাম মিষ্টি, ইউপি মোঃ মতিউর রহমান, উপজেলা ও ইউনিয়ন সেস্যাল সার্পোট কমিটির আহবায়ক মফিজুর রহমান ও মুনছুর রহমান, ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য, শিক্ষক, চিকিৎসক, কমিউনিটি নেত্রীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published.