সমাজের আলো: দীর্ঘ বছর পর যুদ্ধবিধস্ত লিবিয়ার অর্থনৈতিক বাজার নড়েচড়ে বসতে শুরু করেছে। তথ্য সুত্রে বলছে,যুদ্ধবিধস্ত লিবিয়ায় নানা অসঙ্গতির মধ্যে অর্থনৈতিক দিক থেকে কিছুটা সংস্কার আনা হয়েছে। সম্প্রতিকালে লিবিয়ার চলমান অর্থনৈতিক সংস্কারের অংশ হিসাবে সেন্ট্রাল ব্যাংক হতে (১) – ডলারের নতুন একচেঞ্জ রেট ৪.৪৮ দিনার নির্ধারণ করা হয়েছে।তবে,এ রেট আগামী ০৩ জানুয়ারি ২০২১ তারিখ থেকে কার্যকর হবে বলে সেন্ট্রাল ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।নতুন একচেঞ্জ রেট সরকারী,বেসরকারী,ব্যবসায়িক এবং ব্যক্তিগত প্রয়োজনে ডলার ক্রয় এবং ট্র্যান্সফারসহ সকল ক্ষেত্রে প্রযোজ্য হবে বলেও জানা গেছে।এছাড়া,বিজ্ঞপ্তিতে নতুন একচেঞ্জ রেট চালু হলে লিবিয়ার বিভিন্ন ব্যাংকে মার্কিন ডলার সহজলভ্য করা হবে বলেও জানানো হয়েছে।অন্যদিকে লিবিয়ার বর্তমান সরকারী একচেঞ্জ রেট ১.৪০ দিনার এবং বেসরকারী একচেঞ্জ রেট ৩.৬৯ দিনার এখন বাতিল করা হয়েছে বলেও সুত্রে জানায়।এবং লিবিয়ার অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হলে পর্যায়ক্রমে একচেঞ্জ রেট কমিয়ে আনা সম্ভব হবে এমনটাই আশা প্রকাশ করা হয়েছে সুত্র সেন্ট্রাল ব্যাংকের বিজ্ঞপ্তিতে।এদিকে,যুদ্ধবিধস্ত লিবিয়ায় নানা সংকট /অসঙ্গতির মধ্যে দীর্ঘ বছর পর অর্থনৈতিক অবস্থা নড়েচড়ে বসায় লিবিয়ান নাগরিকদের জীবন মানে স্বস্তির আভাস এবং প্রবাসী বাংলাদেশীদের মধ্যে কিছুটা আশার আলো দেখা দিয়েছে বলে জানা গেছে।এসকেপি




Leave a Reply

Your email address will not be published.