সমাজের আলোঃ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জি এম শফিউল আযম লেনিন কে জড়িয়ে শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে ” ভূমিদস্যুদের কবল থেকে জমি ফিরে পাওয়ার দাবি ” এই শিরোনামে লেনিন ভাইয়ের ছবি সম্বলিত ব্যানার দিয়ে যে মানববন্ধন করা হয়েছে তা সম্পূর্ণ উদ্দেশ্য প্রনিত , এর আগে কয়েকবার উক্ত জমি নিয়ে তাহার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেও প্রতিটি অভিযোগে পরে তারা প্রতিবাদ দিয়েছে কেনো না প্রতিটি অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষ দেখা গেছে যে উক্ত জমির সাথে লেনিনের কোনো সম্পর্ক নেই, এই বিষয়ে স্থানীয় বাসীন্দা ও সমাজ সেবক গৌতম কুমার মন্ডল বলেন লেনিন ভাই আমাদের সম্প্রদায়ের একান্ত আপনজন এবং আমাদের সম্প্রদায়ের সাথে তার নিবিড় সম্পর্ক যা ক্ষমতাসীন নেতারা লেনিন ভাইয়ের জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়েছে, সে কখনোই হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন করিনি বা তাদের জমি দখল করিনি। এই মর্মে লেনিনের কাছে জানতে চাইলে লেনিন বলেন বর্ণিত সম্পত্তি আমার শশুরদের রেকর্ডীয় সম্পত্তি, জৈনিক দ্বীরেন্দ্র নাথ বিশ্বাসগন কর্তৃক দেওয়ানিমামলা করেছিল বিজ্ঞ আদালতে সেখানেও আমার শশুরদের আদেশ হয়েছে এবং তারা সরকারের ভূমি উন্নয়ন করপরিশোধের মাধ্যমে ৭০/৭৫ বছর বছর যাবত উক্ত জমি ভোগদখল করে আসছে এই জমির সাথে আমার কোনো সম্পৃক্তা নেই। আগামী জেলা আওয়ামী লীগের কমিটি কে কেন্দ্র করে একটি স্বার্থন্বেশী মহল আমার রাজনৈতিক ও সামাজিক ভাবে ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য একটি হিন্দু পরিবার কে ইন্ধন দিয়ে আমার বিরুদ্ধে মানববন্ধন করিয়েছে আমি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এলাকাবাসী বলেন হিন্দু সম্প্রদায়ের সাথে লেনিনের সম্পর্ক নিবিড় হওয়ায় কোনো কোনো ক্ষমতাসীন মহলের তা ভালো মনে না হওয়ায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা আরও বলেন আমাদের সকল বিপদে ছুটে আসে সে যার কারণে আমাদের সম্প্রদায়ের বড় অংশ তার পক্ষে অবস্থান করেন আমরা এই মানববন্ধনের তিব্র নিন্দা জানাচ্ছি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *