সমাজের আলো: জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্চমান সহকারী দেলোয়ার হোসেন। সরকারি চাকরির পাশাপাশি তিনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদকও। তার পদ তৃতীয় শ্রেণির, কিন্তু জীবনযাপন বিত্তশালীর মতো। থাকেন ডুপ্লেক্স বাড়িতে, চড়েন নামিদামি গাড়িতে। মাঝে মধ্যেই সপরিবারে বেড়াতে যান দেশের বাইরে। শুধু তাই নয়, সরকারি চাকরির পাশাপাশি রয়েছে তার আবাসন ব্যবসা। শিক্ষাগত সনদে জালিয়াতির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বিভিন্ন অবৈধ সম্পদের বিষয়ে দেলোয়ারের বিরুদ্ধে গত বছর অভিযোগ জমা পড়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। সেই অভিযোগের ভিত্তিতে দুদক তাকে তলব করে। দুদকের একাধিক সূত্র বলছে, বর্তমানে তার বিরুদ্ধে দুদক অনুসন্ধান করছে। দুদক ও অনুসন্ধান সূত্রে জানা যায়, বিএনপি জামায়াত সরকারের আমলে মাস্টার রোলে চাকরি পান দেলোয়ার হোসেন। ২০০৬ সালে হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজান (ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, গত বছরের ক্যাসিনোবিরোধী অভিযানের সময় গ্রেফতার হয়ে মানি লন্ডারিং মামলায় কারাগারে) ও বিএনপির উচ্চপদস্থ নেতাদের তদবিরের মাধ্যমে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে হিসাব সহকারী পদে নিয়োগ পান। ২০১২ সালে অবৈধভাবে বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত ছাড়া ইউনিয়নের প্রভাব খাটিয়ে অর্থের বিনিময়ে হিসাব সহকারী পদ থেকে ক্যাশিয়ার পদে পদোন্নতি গ্রহণ করেন বলে অভিযোগ রয়েছে তার নামে। এরপর ভূমি শাখার উচ্চমান সহকারী। তারপরই দেলোয়ারের জীবনযাপন বদলাতে থাকে। বিজ্ঞাপন এমনকি ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পরও তার নাম ছিল কর্মচারী ইউনিয়নে। ২০১৪ সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার পর ২০১৬ সালে বিএনপির খোলস পাল্টে জাতীয় শ্রমিক লীগে অন্তর্ভুক্ত হন দেলোয়ার।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *