নিজস্ব প্রতিবেদকঃ আগামী ১৮ মার্চ দিবাগত রাতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে নির্বিঘ্নে পবিত্র শব-ই-বরাত উদযাপিত হবে। সে লক্ষ্যে পটকা, আতশবাজি, চকলেট বোমা বা অনুরূপ দ্রব্যাদি ফুঁটিয়ে আতংক সৃষ্টি করা এবং অনুরূপ দ্রব্যাদি বিক্রয়, মজুদ ও বহন নিম্নোক্ত আইনে নিষিদ্ধ ঘোষনা করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা। প্রেস বিজ্ঞপ্তিতে এই অর্ডিন্যান্স জারী করেছেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেএমপি অর্ডিন্যান্স-১৯৮৫ এর ২৯(২) ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন-১৮৮৪ অনুসারে দন্ডনীয় অপরাধ। ফৌজদারী কার্যবিধি-১৮৯৮ এবং দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী গণ-উপদ্রব এবং দন্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত। ধর্মীয় কার্যকলাপে বাঁধা প্রদানের সামিল। সর্বপরি জনমনে আতংক সৃষ্টি করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সহায়তার পর্যায়ভূক্ত।

খুলনা মেট্রোপলিটন এলাকায় শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন কেএমপি কমিশনার।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *