রবিউল ইসলাম শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শ্যামনগর উপজেলা ৬নং রমজান নগর ইউনিয়ন সহ দেশবিদেশ হিন্দু ধর্মাবলম্বী আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শ্যামনগর উপজেলার ৬নং রমজান নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জিএম আক্তাবুরজ্জামান । পূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে এক বার্তায় এই প্রতিবেদক কে তিনি তার শুভেচ্ছা বানীতে বলেন, আগামী শারদীয় দুর্গোৎসব। সমাজে অন্যায়, অবচার, অশুভ ও অসুরশক্তি দমনের মাধ্যমে শান্তিপ্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে। এ উৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের জন্য নয়; বরং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের জাতীয় ঐক্য চেতনায় এটি একটি মহামিলনোৎসব। এই শুভ দিনে আমাদের শ্যামনগর উপজেলার৬নং রমজান নগর ইউনিয়ন সহ দেশবিদেশ সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। বাংলাদেশ এখানে আবহমানকাল থেকে একসঙ্গে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বী মিলেমিশে বসবাস করে আসছে। বিশ্বে এ এক অনন্য ইতিহাস। যে দেশে, যে ভূখণ্ডে একসঙ্গে নানা জাতি, নানা বর্ণের লোক এবং নানা ধর্ম-সংস্কৃতির লোকের বসবাস- সেটাই আমাদের আসল পরিচয়। তাই তো প্রাচীনকাল থেকে আমরা পারস্পরিক সম্প্রীতির মেলবন্ধনে আবদ্ধ আছি। বাংলাদেশ ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। ধর্ম যার যার, উৎসব সবার, এ আপ্ত বাক্যে উজ্জীবিত হয়ে আমরা সবাই একসঙ্গে উৎসব পালন করব। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার সুনিশ্চিত করা হয়েছে। তিনি আরো বলেন, আমি আশা করি, আবহমান বাঙালি হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতিতে ঋদ্ধ অসাম্প্রদায়িক চেতনা, পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন অটুট রেখে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সকল সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান তথা সকল ধর্ম বর্ণ নির্বিশেষ সকলেই এই উৎসবে সামিল হই। এর মাধ্যমে সকল ধর্মাবলম্বী মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরো সুুদৃঢ় হবে। শ্যামনগর উপজেলার ৬নং রমজান নগর ইউনিয়নের স্থানীয়রা জানান, সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে নিরন্তর কাজ করে যাচ্ছে জি এম আক্তাবুরজ্জামান। তাঁর পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর প্রতিভার সমন্বয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, স্থানীয় সরকারের উন্নয়ন কর্মকান্ড সঠিক ও সুচারুভাবে বাস্তবায়নের জন্য সর্বোপরি শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য এবং আগামী নির্বাচনে ইউপি সদস্য জয়লাভের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন জি এম আক্তাবুরজ্জামান। তিনি, সকলের সহযোগিতা পাচ্ছেন এবং সহযোগিতার আশা ব্যক্ত করে চলেছেন। আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান হিসেবে সফলতা পাবেন তিনি ৬নং রমজান নগর ইউনিয়নের সর্বত্র সম্মানিত জনগণে বলছেন। তারুণ্যের প্রতীক এ ব্যক্তি তাঁর বয়স ও অভিজ্ঞতা দুটিকেই হার মানিয়েছেন। তাঁর কর্মকান্ডে মনে হয় তিনি নবীন নয়। তিনি অনেক প্রবীণ। তার অভিজ্ঞতা রয়েছে অনেক। এ সফল মানুষের পেছনে আছে কিছু গল্প, তা অনেকটা রূপকথার মতো। আর সে সব গল্প থেকে মানুষ স্বপ্ন দেখে এগিয়ে যাওয়ার নতুন প্রেরণা। তিনি শ্যামনগর উপজেলা ৬নং রমজান নগর ইউনিয়নের উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন।এলাকার হতদরিদ্র মানুষের উন্নয়নে তাঁর নিরন্তর প্রয়াস সব মহলেই প্রশংসা কুঁড়িয়েছে। রাস্তা ঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এলাকার মুখ উজ্জ্বল করেরমজান নগর ইউনিয়নের আলোকিত মুখ হিসেবে পরিচিত এ মানুষটি নিজের সাফল্যের কারণে বিভিন্ন সংগঠন কর্তৃক নানা ভাবে প্রশংসিত হয়েছেন এবং পেয়েছেন অসংখ্য পুরস্কার। ব্যক্তি জীবনে তিনি অত্যান্ত নম্র, ভদ্র, সদাহাস্যোজ্জ্বল ও সাদা মনের মানুষ। তাঁর মাঝে কোন অহংকার । নিরহংকারী এই মানুষটি দলমত নির্বিশেষে সকলের কাছে প্রিয়। নির্বাচনের বিষয জিএম আখতাবুরজ্জামান বলেন, আমি আমার নিজস্ব প্রচেষ্টায় জনগণের ভাগ্য উন্নয়নে সবসময় পাশে থাকতে চাই। পাশাপাশি সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে নিজেকে জনগনের মাঝে বিলিয়ে দিতে চাই। আমি জনপ্রতিনিধি হলে জনগণের পাশে থেকে উন্নয়নের কাজ করে যাবো। আমাদের ইউনিয়নের সর্বসাধারণ জনগণ আমাকে জনপ্রতিনিধি হিসাবে দেখতে চায়, তাই আমি নির্বাচন করবো ৬নং রমজান নগর ইউনিয়নের সর্বসাধারণ জনগণকে নিয়ে।




Leave a Reply

Your email address will not be published.