মোঃ সোহাগ হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার উলাশি ইউনিয়নের উলাশি পুর্বাে পাড়া এলাকার শরিফুল ইসলাম (পিপুল) নামের এক কৃষকের দুই (২) বিঘা ৫, কাটা জমির মাল্টা লেবুর বাগান গভীর রাতে কেটে দিয়েছে স্হানীয় দুর্বৃত্তরাকৃষক, শরিফুল ইসলাম (পিপুল) শার্শা উপজেলার উলাশি ইউনিয়নের পুর্বোপাড়া গ্রামের মোঃ আব্বাস আলীর ছেলে।মঙ্গলবার (২৮ডিসেম্বর) বার রাত তিনটার সময় শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের পুর্বো পাড়া দক্ষিণ মাঠে (১০১) নং মৌজার ২৬৬৪৪নং হালদাগে ৭৪ শতক অর্থ্যাৎ ২ বিঘা ৫ কাটা জমিতে ৩১২ পিচের সরকারী (বিআরডিএসের) মাল্টার চারা গত ২ বছর ধরে কৃষক শরিফুল ইসলাম (পিপুল) তাহার নিজ জমিতে এই ফলজ চারা বানিজ্যিক ভাবে ব্যাবসার জন্য চাষ শুরু করেন।
সরজমিনে গিয়ে দেখা যায়, কৃষক শরিফুল ইসলাম (পিপুল)এর কাছে জিজ্ঞেসা করতে তিনি কান্না বিজারিত কন্ঠে বলেন, আমার সব কিছু শেষ করে দিয়েছে, আমি এখন কি করবো কিভাবে চলবো, নিজে কিভাবে বাচবো বলতে পারছিনা, এই দুর্বৃত্তরা আমার একের পর এক এভাবেই ক্ষতি করছে। চলেছে বর্তমানে আমি আমার নিজের জিবনটাও নিয়ে শংকিত আছি।কৃষক, শরিফুল ইসলাম (পিপুল) তাহার নিজের জমিতে চাষাবাদ কৃত ফলজ মাল্টা বাগান সহ অন্যান্য চাষাবাদ কৃত বাগান গুলো একের পর এক ভবিষ্যতে কেও ক্ষতি সাধন না করে যাহার কারনে ভুক্তভোগী কৃষক বর্তমানে পরিস্থিতির স্বিকার হয়ে শার্শা থানায় সশরীরে হাজির হয়ে ৬ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন।এবিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খাঁন বলেন, উক্ত ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি, সরেজমিনে ঘটনার বিষয় তদন্দ করে আইনগত ব্যাবস্হা নেওয়া হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *