তালা প্রতিনিধি : তালা উপজেলার শালিখা স্লুইচ গেট বন্ধ থাকায় খেশরা, জালালপুর, মাগুরা ও খলিশখালী ইউনিয়নের কয়েকশত মৎস্য চাষী বিপাকে পড়েছে। অনিশ্চিত হয়ে পড়েছে অত্র অঞ্চলের প্রধান আয়ের উৎস্য সাদা সোনা খ্যাত চিংড়ি উৎপাদন। এতে কোটি কোটি টাকা ক্ষতির সম্ভাবনা রয়েছে চিংড়ি চাষীদের।

হরিহরনগর গ্রামের হাফিজুর রহমান জোয়ার্দ্দার, শাহাপুর গ্রামের আমিনুর রহমান, আব্দুর রাজ্জাক সরদারসহ কয়েকজন বলেন, ১৫দিন শালিখা স্লুইচ গেট বন্ধ থাকায় তারা দারুন বিপাকে পড়েছেন। পানির অভাবে বিভিন্ন প্রজাতির লক্ষাধিক টাকার মাছ ইতিমধ্যে ঘেরেই মারা গেছে। এভাবে চলতে থাকলে তাদেরকে পথে বসতে হবে।

তবে সাতক্ষীরা-২ এর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকরী প্রকৌশলী জিয়াউর রহমান জানান, কপোতাক্ষ খননকাজ চলমান থাকায় স্লুইচ গেট বন্ধ রাখা হয়েছে। খনন শেষ না হওয়া পর্যন্ত গেট ছাড়া যাবে না।পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী গোকুল চন্দ্র পাল বলেন, ‘আমি সম্প্রতি খননকাজ পরিদর্শন করেছি। দ্রুত গতিতে কাজ এগিয়ে যাচ্ছে। জুনের মধ্যে কাজ শেষ করার জন্য ঠিকাদারকে বলা হয়েছে।’

 

খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু বলেন, এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। খননকৃত খালের মুখে ক্রসবাঁধ দিয়ে খনন কাজ চালানোর অনুরোধ করেছি। এতে শালিখা গেট দিয়ে পানি তুললেও খনন কাজের কোন অসুবিধা হবে না, মৎস্য চাষীরাও বাঁচবে।তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান বলেন, খাল বা নদী খননের উপযুক্ত মৌসুম হলো শুষ্ক মৌসুম। এখন বর্ষা মৌসুম আগত। এ সময় কোন খনন কাজ পূর্ণাঙ্গরুপে শেষ করার ব্যাপারে অনিশ্চয়তা থেকে যায়। সে ক্ষেত্রে প্রকল্পের বরাদ্দ তছরুপ হওয়ার আশঙ্কা থেকে যায়। তাই মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বরাদ্দকৃত প্রকল্প যাতে সুচারুরুপে সম্পাদন হয় সেজন্য সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন তিনি।




Leave a Reply

Your email address will not be published.