সমাজের আলো: চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসককে পানিতে ডুবে মৃত এক শিশুর স্বজনরা মিলে বেধড়ক মারধর করেছে। ‘ভুল’ করে মৃত ঘোষণার অভিযোগ এনে ওই চিকিৎসককে পেটানো হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে সরকারি এই হাসপাতালটিতে এই মারধরের ঘটনা ঘটে। মারধরের শিকার পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জিয়া উদ্দিন মুহাম্মদ সাকিব সারাবাংলাকে জানান, সকাল ১০টা ৪০ মিনিটের দিকে উপজেলার বরলিয়া গ্রাম থেকে পুকুর থেকে উদ্ধার হওয়া দেড় বছরের এক শিশুকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তখন হাসপাতালে ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার হিসেবে জিয়া এবং ডিউটি ডাক্তার হিসেবে সূচিতা দেবী দায়িত্ব পালন করছিলেন। শিশুটিকে অক্সিজেন সাপোর্ট দিয়ে ইসিজি করানো হয়। দেখা যায়, শিশুটি আগেই মারা গেছে। মৃতদেহ হস্তান্তরের পর স্বজনরা বাড়িতে চলে যান। ‘কিন্তু বেলা পৌনে ১২টার দিকে তারা আবার শিশুটির মৃতদেহ নিয়ে হাসপাতালে আসেন। তাদের অভিযোগ, বাড়িতে নেওয়ার পর শিশুটি হাত-পা নাড়াচাড়া করেছে। হাসপাতালে ঢুকেই তারা প্রথমে ইমার্জেন্সি এটেনডেন্টকে চড়-থাপ্পড় দেয়। তখন ডিউটি ডক্টর আমাকে গিয়ে বিষয়টি জানান। আমি দ্রুত বের হয়ে শিশুটির বাবাকে আমার কক্ষে নিয়ে যায়। সেখানে ওনাকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করি যে, হাত-পা নাড়ানোর বিষয়টি রাইগড় মোটিভ বা মৃত্যুর পর মাংসপেশির খিঁচুনি থেকে হতে পারে। বাস্তবে শিশুটি মৃত।’




Leave a Reply

Your email address will not be published.