সমাজের আলো।।শিষ্যকে হত্যায় দোষী সাব্যস্ত হলেন ভারতের হরিয়ানা প্রদেশের ডেরা সাচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম। এ মামলায় শুক্রবার তাকেসহ আরও ৫ জনকে দোষী সাব্যস্ত করেছেন হরিয়ানার পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালত। আদালত এ মামলায় আগামী মঙ্গলবার (১২ অক্টোবর) সাজা ঘোষণার দিন ধার্য করেছেন। ধর্ষণের দায়ে ইতোমধ্যেই ২০ বছরের জেলের সাজা ভোগ করছেন রাম রহিম।

২০০২ সালের ১০ জুলাই কুরুক্ষেত্রের খানপুর কোলিয়া গ্রামে রাম রহিমের শিষ্য রণজিৎ সিংয়ের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয়। রাম রহিমের বিরুদ্ধে বাবাকে খুনের অভিযোগ জানান মৃত রণজিৎ সিংয়ের ছেলে। সিবিআই-এর দাবি, এই খুনের পেছনে হাত ছিল রাম রহিমের। কারণ, রাম রহিম তার শিষ্যাদের ওপর যৌন নির্যাতন চালাতেন।




Leave a Reply

Your email address will not be published.