সমাজের আলো : রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদ ও এর আশপাশের এলাকায় শুক্রবার (১৫ অক্টোবর) জুমার নামাজের পর পুলিশের ওপর হামলার ঘটনায় তিনটি মামলা করা হয়েছে। এসব মামলায় চার হাজার জনকে আসামি করা হয়।শনিবার (১৬ অক্টোবর) রাজধানীর পল্টন, রমনা ও চকবাজার থানায় পৃথক এ তিনটি মামলা দায়ের করা হয়। মামলাগুলোর বাদী পুলিশ।মামলার এজাহারে কুমিল্লার ঘটনার জেরে পল্টন থানা এলাকায় নাশকতা, ভাঙচুর, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার কথা উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত করা হয়েছে চার হাজার ৪০ জনকে। তিন থানার এসব মামলায় এখন পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পল্টন থানায় অজ্ঞাতনামা ২৫০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। রমনা থানায় অজ্ঞাতনামা ১৫০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। চকবাজার থানায় ৪০ জনের বিরুদ্ধে করা মামলায় গ্রেফতার হয়েছেন পাঁচজন।’




Leave a Reply

Your email address will not be published.