সমাজের আলো : এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের হাই ভোল্টেজ সেমিফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। প্রথমে বোলিংয়ে নেমে ভারতকে চেপে ধরেছে বাংলাদেশ দল।বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) শারজায় টস ভাগ্য এসেছে বাংলাদেশের পক্ষে। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক রাকিবুল হাসান।সেই সিদ্ধান্ত যে ভুল ছিল না, সেই প্রমাণ ইতোমধ্যে রেখেছেন দুই বোলার আশিকুর জামান ও তানজিম হাসান সাকিব। এই প্রতিবেদন লেখার সময় ৯.৪ ওভার খেলা হয়েছে। তাতে ১ উইকেট হারিয়ে ভারত জড়ো করেছে ২৯ রান।অংক্রিশ রঘুবাঁশি ২২ বলে করেছেন ৮ রান। তার সঙ্গী হারনুর পান্নু সাজঘরে ফেরার আগে ১৫ রান করেছেন ২৯ বলের মোকাবেলায়। আশিকুর ৫ ওভার বল করে একটি মেডেনে ১১ রান খরচ করেছেন। সাকিব ৪.৫ ওভারে খরচ করেছেন ১৮ রান, শিকার করেছেন একটি উইকেটও।উল্লেখ্য, ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালের পর এবারই প্রথম পরস্পরের মুখোমুখি হয়েছে ভারত অনূর্ধ্ব-১৯ দল ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।




Leave a Reply

Your email address will not be published.