ফারুক হোসাইন রাজ, কলারোয়া সাতক্ষীরা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২২ উপলক্ষে ২১০টি পরিবারের মাঝে ঔষধি গাছের চারা বিতরণ করেছে তুজুলপুর কৃষি ক্লাব ও গাছের পাঠশালার প্রতিষ্ঠা সাংবাদিক ইয়ারব হোসেন৷ বুধবার (১৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর কৃষি ক্লাবে প্রধান অতিথি সাতক্ষীরা সরকারি কলেজের প্রভাষক ইদ্রিস আলী শুভ উদ্বোধন করে তুজুলপুর এলাকার ২১০টি পরিবারের সদস্যদের মাঝে আনুষ্ঠানিক ভাবে ঔষধি শিউলি ফুল গাছের চারা বিতরণ করেন৷

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শেখ রাসেল সব শিশুর মতোই মানবিক, পরোপকারী গুণাবলীর অধিকারী ছিলেন। বেঁচে থাকলে আজকে অনন্য গুণাবলীর ব্যক্তিত্ব হতেন তিনি।’ তার স্মরণ ও শহীদের রুহের মাগফেরাত কামনায় তুজুলপুরকে বৃক্ষ গ্রাম করার বিশেষ পরিকল্পনা নিয়ে গাছের পাঠশালা ও কৃষি ক্লাবের পক্ষ থেকে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হচ্ছে৷ এটা নিঃসন্দেহে প্রশংসনীয় ও মহৎ উদ্যোগ৷ এ ধরনের সেবামূলক কার্যক্রমে সরকারি বেসরকারি দপ্তরসহ বিভিন্ন সংস্থাকে এগিয়ে আসা উচিত তাহলে বৃক্ষরোপনের মাধ্যমে ভৌগোলিক অবস্থার উন্নতি হবে৷
গাছের পাঠশালার প্রতিষ্ঠা ও দৈনিক মানব জমিন পত্রিকার সাংবাদিক ইয়ারব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তর পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মুজাহিদুল ইসলাম, আজকের পত্রিকার সাংবাদিক ফারুক হোসাইন রাজ, কৃষি ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রহমানসহ সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের নেতা কর্মী প্রমূখ৷




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *