সমাজের আলোঃ করোনার প্রভাবে গত প্রায় আড়াই মাস ধরে শোবিজ অঙ্গনে স্থবির অবস্থা বিরাজ করছে। লকডাউনে সিনেমা, টিভি ও সংগীতাঙ্গনে কয়েক হাজার কোটি টাকার লোকসান হয়েছে। শুধু তাই নয়, বেকার হয়ে পড়েছেন এই তিন মাধ্যমের অভিনয়শিল্পী, কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী থেকে শুরু করে টেকনিশিয়ানসহ সংশ্লিষ্টরা। পহেলা বৈশাখ ও গেলো ঈদে বেশ কিছু সিনেমা মুক্তির কথা থাকলেও সেগুলো বাতিল হয়েছে। সিনেমার সাথে সংশ্লিষ্ট অনেকেই বেকার হয়ে পড়ায় মানবেতর দিনযাপন করছেন। অন্যদিকে টিভি নাটকের শুটিং বন্ধ থাকায় এ অঙ্গনও ব্যাপক লোকসানের মুখে পড়েছে। শুধু ঈদেই লোকসান ধরা হয়েছে ৫০০ কোটি টাকা। এদিকে আগের শুটিং করা নাটকগুলো চালানো হয়েছে বিভিন্ন টিভি চ্যানেলে।

শুধু তাই নয়, অনেক চ্যানেল পুরোনো নাটক চালাতে বাধ্য হয়েছে। এই সময়ে গানের বাজারও মুখ থুবড়ে পড়েছে। ঈদে অনলাইনের ওপর নির্ভর করে হাতে গোনা কিছু গান প্রকাশ হয়েছে। এক্ষেত্রে যাদের হোমস্টুডিও রয়েছে তারাই কেবল গান করতে পেরেছেন। অন্যদিকে স্টেজ শো বন্ধ রয়েছে আড়াই মাস ধরে। এই সময় শিল্পীদের আয় বন্ধ হয়ে গেছে। কাজ বন্ধ হয়ে যাওয়ায় অনেক যন্ত্রশিল্পী মানবেতর জীবনযাপন করছেন। এদিকে লকডাউনের পর সিনেমা ও নাটকের শুটিংয়ের অনুমতি মিলেছে। কিন্তু করোনার চলতি পরিস্থিতিতে বেশিরভাগ শিল্পী শুটিং করতে চান না। কারণ সামাজিক দূরত্ব বজায় রেখে শুটিং কতটুকু করা যাবে সেটা নিয়ে সংশয় রয়েছে। এ বিষয়ে চলতি সময়ের ব্যস্ততম টিভি অভিনেতা অপূর্ব বলেন, শুটিংয়ের অনুমতি মিলেছে। কিন্তু এখনই শুটিং করছি না আমি। আরো অপেক্ষা করতে চাই। কতটুকু নিরাপত্তার মাধ্যমে শুটিং করা হবে সেটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা দেখে ও বুঝে সিদ্ধান্ত নিবো। চলতি সময়ের শীর্ষ নায়ক শাকিব খান বলেন, করোনা পরিস্থিতির কারণে কোনো সেক্টরের অবস্থাই ভালো নয়। তবে ধীরে ধীরে এখান থেকে বের হতে হবে। আসলে পরিস্থিতির উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। আমি আমার পারিশ্রমিক কমানোর সিদ্ধান্ত নিয়েছি। ভালো ভালো সিনেমা আমাদের এখন দরকার। এই সেক্টরের উন্নয়নের জন্য এখন সবারই যার যার জায়গা থেকে এগিয়ে আসা দরকার। খুব শিগগিরই এই অবস্থার উন্নতি হলে আমরা কাজে ফিরবো। তবে এক্ষেত্রে নিরাপত্তার বিষয়ে জোর দিতে হবে। এদিকে চলতি সময়ের সংগীতের অবস্থা বিষয়ে সামিনা চৌধুরী বলেন, শোবিজের প্রতিটি সেক্টরই করোনার কারণে থমকে গেছে। বিশেষ করে সংগীতাঙ্গনে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে সেটা কবে কাটবে তার ঠিক নেই। স্টেজ শোও সহসাই শুরু হচ্ছে না। সব মিলিয়ে শিল্পী ও মিউজিশিয়ানরা একটা খারাপ অবস্থার মধ্যে পতিত হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সরকারি সহযোগিতা যেমন দরকার তেমনি শিল্পীদেরও শিল্পীদের পাশে দাঁড়াতে হবে। তাছাড়া নিজেদের পাওনা যে রয়্যালিটি সেটা নিশ্চিত করতে হবে। এদিকে বিষয়টি নিয়ে জনপ্রিয় সংগীত তারকা আসিফ আকবর বলেন, আমাদের নিজেদের নিয়ে ভাবা উচিত ছিল আরো আগে। কিন্তু আমরা সংগীতের সবাই এক ছাতার নিচে আসতে পারিনি কখনো। খারাপ সময় যে কারোই আসতে পারে। এখন করোনায় তো কম বেশি সবাই একটা অনিশ্চয়তায় আছে। সেখানে শিল্পীদের ন্যায্য রয়্যালিটি নিশ্চিত না হওয়াতেই এমন অবস্থায় সরকারি কিংবা অন্য সহযোগিতার দিকে তাকিয়ে থাকতে হয়। কিন্তু এটা কাম্য নয়। নিজেদের অধিকার নিজেরা প্রতিষ্ঠিত করতে পারলে দুরবস্থা আসতো না।




Leave a Reply

Your email address will not be published.