সমাজের আলো : ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রী লামিয়া মিমকে (২০) হত্যা করে স্বামী বিপ্লব মন্ডল (২৫) আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। বুধবার এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে, উপজেলার হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের বিপ্লব মন্ডল তার স্ত্রী লামিয়া মিমকে নিয়ে গত তিনদিন আগে একই এলাকায় অবস্থিত শ্বশুরবাড়িতে বেড়াতে যান। বুধবার সকালে লামিয়া মিম তার মায়ের সাথে পাশের একটি বাড়িতে যান পিঠা বানানোর চাল ভাঙাতে। পরে সকাল ১০টার দিকে স্ত্রী লামিয়া তার মাকে রেখে নিজ বাড়িতে ফিরে আসেন। লামিয়ার মা শিউলী বেগম দুপুর ১২টার দিকে বাড়ি ফিরে দেখতে পান তার মেয়ে লামিয়াকে লেপ দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে। তখন তিনি লামিয়ার কোনো সারা-শব্দ না পেয়ে চিৎকার শুরু করলে, আশপাশের লোকজন এগিয়ে আসেন।

