সমাজের আলো : শ্যামনগরের ইশ্বরীপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জি,এম, সাদেকুর রহমানের নির্বাচনে কাজে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীদের বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে । এ ঘটনায় উপজেলা নির্বাচন অফিসার রিটার্নিং অফিসার বরাবর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান জি,এম, সাদেকুর রহমান সাদেম লিখিত অভিযোগ করেছে। একই সাথে শ্যামনগর থানা সাধারণ ডায়েরি করেন যার নাম্বার ৮৮ ও ৮৯ তারিখ ১১/১২/২১।অভিযোগে জানান, গত ১০ ডিসেম্বর(শুক্রবার) তিনি নির্বাচন কার্যক্রমের উদ্দেশ্যে শ্রীফলকাটী নীল আকাশ যুব সংঘের পার্শ্ববর্তী এলাকায় কর্মী ও সমর্থকদের সাথে মতবিনিময় করছিলেন। মতবিনিময় সভা ভুন্ডুল করতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জি, এম, শোকর আলীর ভাই গোলাম মোস্তফা বাংলার নেতৃত্বে জাহিদ,রায়হান,রুবেল,কাদের, জাহাঙ্গীর ,বেল্লাল,শহিদুল,আমজাদ,সেবাদুল,শফিকুল ও জলিল প্রমূখ বিভিন্ন ধরনের অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রকাশ্য নানাবিধ হুমকী প্রদর্শন করে ।জি,এম, সাদেকুর রহমান ও তার কর্মীদের উপর এ ধরণের আচরণে নির্বাচন তিনি নির্বিঘ্ন করতে পারছেন না। তিনি নির্বাচনের আচরণ বিধি অনুসারে নির্বাচন করতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দ্বারা ব্যাপকভাবে বাধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করেন।শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসার মোঃ রবিউল ইসলাম জানান, এ ধরণের লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি নিয়ে দেখছেন।




Leave a Reply

Your email address will not be published.