শ্যামনগরে প্রতিনিধি। শ্যামনগর উপজেলার কৈখালীতে রাতারাতি সরকারি নকশা পরিবর্তন করে বিদ্যুতের নতুন সংযোগ লাইন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। শ্যামনগর পল্লী বিদ্যুতের এজিএম বরাবর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কৈখালী কাঁটামারী গ্রামের নতুন বিদ্যুৎ সংযোগের টেন্ডার পায় ফারিয়া ইন্টারন্যাশনাল ঠিকাদার প্রতিষ্ঠান। কিন্তু ঠিকাদারের অধীনস্থ লোকজন এলাকার কতিপয় অসাধু লোকজনের বাধার সম্মুখে সরকারি সিডিউল অনুযায়ী নকশা পরিবর্তন করে রাতারাতি নিজেরা মনগড়া নকশা করে এলোপাতাড়িভাবে বিদ্যুৎ সংযোগ নির্মাণ করছে। ঘর বাড়ির উপর দিয়ে বিদ্যুতের তার টানানো হয়েছে। এটা এক ধরনের মরণফাঁদ বলে মনে করেছেন এলাকাবাসী। গ্রামটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পথ দিয়ে বিদ্যুতের লাইন যাওয়ার নকশা থাকলেও তা অমান্য করে ইচ্ছাকৃতভাবে জনগণের বসত বাড়ির উপর দিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের এক ধরনের সেচ্ছাচারিতা। এবিষয়ে কাঠামারী গ্রামের আবু তাহেরের পুত্র মোঃ রেজাউল গ্রামবাসীর পক্ষে পল্লী বিদ্যুতের এজিএম বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এ বিষয়ে শ্যামনগর পল্লী বিদ্যুতের এজিএম মধুসূদন রায় দৈনিক দৃষ্টিপাত কে জানান, উপজেলার কাঠামারী গ্রামে বিদ্যুৎ সংযোগ লাইনের নকশা পরিবর্তন সংক্রান্ত বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। বিদ্যুৎ অফিসের ইঞ্জিনিয়ার মোঃ লোকমান হোসেন কে বিষয়টি তদন্ত করে দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ২/১ দিনের ভিতরে নকশা পরিবর্তন হয়েছে কিনা এ বিষয়ে জানা যাবে। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় বিদ্যুৎ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি হস্তক্ষেপসহ জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেছে ভুক্তভোগী এলাকাবাসী।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *