সমাজের আলো : খোলপেটুয়া নদীতে ইটভর্তি ট্রলার ডুবি হয়েছে।ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদীর পাখিমারা এলাকায় ট্রলারটি ডুবে যায়।পুলিশ বলছে শ্যামনগর উপজেলার নওয়াবেকী ইটভাটা থেকে ইট ভর্তির ট্রলারটি পদ্মপুকুর এলাকায় যাচ্ছিল।পথিমধ্যে পাখিমারা এলাকায় পৌছালে ট্রলারটি ডুবে যায়। চালক মাসুদ বেঁচে গেছে।

