সমাজের আলো : ভারতে পাচারের জন্য আটকে রাখা এক যুবতীকে বিজিবি সদস্যরা উদ্ধার করেছে । বৃহস্পতিবার সকাল দশটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের একটি বাড়ি থেকে যুবতীকে উদ্ধার করা হয় ।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আল মাহমুদ জানান,সাতক্ষীরা সদর উপজেলার ওমরপুর গ্রামের সুমাইমা খাতুনকে বুধবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা গ্রামের একটি ভুমিহীনদের ঘরে আটকে রাখা হয় । সাতক্ষীরা সদর উপজেলার হাওয়ালখালি গ্রামের নাজমুল ওই যুবতীকে নিয়ে আসে। মেয়েটিকে কৌশলে ভুমিহীন বাবুর ঘরে আটকে রাখা হয়। রাতে তার উপর নির্যাতন চালানোর চেষ্টা করে পাচারকারি চক্র। এ খবর বিজিবির সদস্যরা জানতে পারে। বৃহস্পতিবার সকাল দশটার দিকে ওই বাড়িতে অভিযান চালানো হয়। নায়েক আহসান হাবিবের নেতৃত্বে বিজিবি সদস্যরা ঘরের দরজা কেটে যুবতীকে উদ্ধার করে । মেয়েটি বিস্তারিত ঘটনা খুলে বলে। এ ঘটনায় নাজমুল,বাবুসহ চার জনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় পাচার মামলা দায়ের করা হয়েছে ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *