সমাজের আলো : শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরা ৫৫নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে নানা অনিয়ম। এ স্কুল সংলগ্ন সাইক্লোন শেল্টারের জরাজীর্ণ অবস্থার বিষয়ে সংবাদ সংগ্রহে গেলে দেখা যায় এসব অনিয়মের চিত্র।অনিয়মই যেনো এ স্কুলের নিয়মে পরিণত হয়েছে। স্থানীয়রা সাংবাদিকদের ডেকে নিয়ে এসব অনিয়মের চিত্র দেখায়। এ সময় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।১৯ এপ্রিল দুপুরে সরেজমিনে ওই বিদ্যালয়ে গেলে স্থানীয় জনপ্রতিনিধি জিএম ইমাম হোসেন সাংবাদিককে দেখান- বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা আছে। তবে বিদ্যালয় বন্ধ।

শিক্ষক নেই, শিক্ষার্থী নেই। অফিস খোলা। সেখানে রুমের বৈদ্যুতিক পাখা ঘুরছে। রুমের মধ্যে চেয়ার-টেবিল ছাড়া বাতাস খাওয়ার মতো কেউ নেই। স্থানীয়রা বলেন, প্রধান শিক্ষক মোস্তফা নুরুজ্জামানকে এই রমজানের শুরু থেকে দেখা যায়নি। এই প্রধান শিক্ষক আসার পর স্কুলের শিক্ষার মান ও পরিবেশ একবারে ভেঙে পড়েছে। স্থানীয় জনপ্রতিনিধি জিএম ইমাম হাসান বলেন, বিদ্যালয় উপস্থিত হয়ে দেখলাম বিদ্যালয়ে কোন শিক্ষক, শিক্ষার্থী নেই। অফিস রুমে বৈদ্যুতিক পাখা ঘুরছে। তাই বাধ্য হয়ে সাংবাদিক ভাইদের জানাই। প্রধান শিক্ষক মোস্তফা নুরুজ্জামান বলেন, আমি অফিসের কাজে শ্যামনগর আছি। ছাত্র-ছাত্রী আসে না তা আমি কি করব। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার রাফিজ মিয়া বলেন, আমি বিষয়টি জেনেছি, তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবো।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *