শ্যামনগর প্রতিনিধি: ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে উদ্দেশ্য করে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ধর্মপ্রাণ মুসলমানেরা। শনিবার সকালে নুরনগর ত্রিমোহনি মোড়ে উলামা-মাশায়েখ পরিষদ ও তৌহিদী জনতার উদ্যোগে এ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কয়েক হাজার মানুষ অংশ গ্রহণ করেন। সমাবেশ থেকে ফ্রান্সের পন্য বর্জন ও তাদের সাথে বাংলাদেশের কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে জোর দাবি করেছেন। বিক্ষোভ মিছিলটি নুরনগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নুরনগর ত্রিমোহনি মোড় চত্ত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। উলামা-মাশায়েখ পরিষদের শ্যামনগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক, হাফেজ মাওলানা মোখলেসুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্টানে, বক্তব্য রাখেন মুফতি আব্দুল আলিম, মাওলানা আব্দুল হাকিম, মাওলানা রেজাউল করিম, এ্যাড. আবুজার হোসেন, মুফতি নিয়াজ মোরশেদ উসমানী, মুফতি মোজাহিদুল ইসলাম, মুফতি ইকবাল হোসেন, মুফতি ফজলুর করিম, মাওলানা ফজলুর রহমান, মাওলানা আব্দুল মজিত, হাফেজ ওমর ফারুক সিদ্দিকী, হাফেজ সাইফুল ইসলাম, ইউনিয়ন আ”লীগের সাধারণ সম্পাদক এস এম সোহেল রানা প্রমূখ । বক্তারা বলেন, “নবীজীর ব্যঙ্গ কার্টুন প্রচার করে মুসলমানদের হ্নদয়ে আঘাত হেনেছে। ওরা যে অপরাধ করেছেন তা ক্ষমার অযোগ্য । এর প্রশ্রয় ও সমর্থনদাতারাও সমান ভাবে অপরাধী । তাদের এই অন্যায়ের কোন ক্ষমা নেই। বক্তারা বলেন, যারা অপরাধ করেছেন মুসলমানদের কাছে নিঃস্বার্থ ভাবে ক্ষমা চাইতে হবে। তিনি যদি ক্ষমা না চান তাহলে ম্যাক্রোকে ফাঁসি দিতে হবে। এবং বাংলাদেশের মুসলিমদের বলতে চাই আপনারা, “ইসলামের দুঃষমন ফ্রান্সের” কোন পন্য কেনবেন না এবং কেনা থেকে বিরত থাকুন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *