রবিউল ইসলাম:  শ্যামনগরে সরকারিভাবে ভূমি হতে বালি উত্তোলন করা সম্পূর্ণ নিষেধ থাকলেও এ আইন অমান্য করে ভূমি হতে ভাঙনকবলিত এলাকা থেকে বালি উত্তোলন করে সরকারি খাল ভরাটের অভিযোগ। একাধিকবার উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। এতে কোন কাজ হয়নি। সরেজমিনে দেখা যায়, সত্যনাথ ভুষণ বুড়িগোয়ালিনী ইউনিয়নের পোড়াকাটলা দিপায়ন মাধ্যমিক বিদ্যালয়ের পাশে সমিত বিশ্বাস মৎস্য ঘেরে থেকে মেশিন বসিয়ে বালি উত্তোলন করে সরকারি সিংহরতলী খালের গোড়া দখল করে বালু ভরাট করছে। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ঝুঁকিতে আছে ভামিয়া পোড়াকাটলা ৩৫নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দিপায়ন মাধ্যমিক বিদ্যালয়। বিষয়টি শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার ভূমি আব্দুল হাই সিদ্দিকী কয়েকবার জানালে তিনি বলেন, রাতের বেলায় বালু উত্তোলন করলে আমার কী করব? কাল নায়েব কে পাঠাব।




Leave a Reply

Your email address will not be published.