সমাজের আলো ঃ শ্যামনগরে ভেটখালি বাজারে গাভিন গরু জবাই করে গোস্ত বিক্রির অভিযোগ উঠেছে এক কসাইয়ের বিরুদ্ধে । পরে বিষয়টি ধরা পড়ে । এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর ছড়িয়েছে। মাংস বিক্রির অভিযোগ উঠেছে। ব্যাবসায়িরা বলছে গত ২৫ শে ফেব্রুয়ারী সকালে শ্যামনগর উপজেলার ভেটখালী বাজারে মাইকিং করে ষাড় গরু জবাই হবে বলে প্রচার করেন, সেরা গ্রামের কসাই মোশারাফ । শনিবার সকালে একটি গাভী গরু জবাই দিয়ে গোস্ত বিক্রি করতে থাকে। এ সময়ে স্থানীয় এ বিষয়ে জানতে চান। কসাই এড়িয়ে গিয়ে দ্রুত কম টাকায় বিক্রি করে ফেলে গোস্ত।স্থানীয় সাংবাদিকরা গিয়ে মোশারাফের কাছে জিজ্ঞেস করলে,সাংবাদিকদের গালিগালাজ সহ হুমকী প্রদর্শন করে।বাজার কমিটির সাধারন সম্পাদক কামরুল ইসলাম
বলেন, গতকাল প্রচার করেন এক রকম । বিক্রির করেন অন্য রকম। এমন ধরনের কাজ করা ঠিক
হয়নি।ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, গতকাল সকালে মোশারাফের কাছে গরুটি বিক্রি করে। নৃত্যের কোন দোষ নেই বলে মনে করছি।স্থানীয় চেয়ারম্যান শেখ আল-মামুন বলেন, ব্যবসা করবে কিন্ত মানুষ ঠকাবে কেন? আমি তাকে পরিষদে ডেকেছি। বিষয়টি ব্যবস্থা নেওয়া হবে।শ্যামনগর উপজেলা সেনেটারী অফিসার বিকাশ ঘোষ বলেন, যে টা হয়ে গেছে, পরে যাহাতে আর এমন না হয় সে দিকে খেয়াল করবেন এবং সাথে সাথে আমাকে জানাবেন।উপজেলা নির্বাহী মো: আক্তার হোসেন বলেন, অভিযোগের প্রেক্ষিতে অবশ্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




Leave a Reply

Your email address will not be published.