সমাজের আলো : শ্যামনগরের ভেটখালী রায়নগর নৌ-পুলিশ সুন্দরবনে ভূরিভোজ, কয়েক মন মাছ বিক্রি ও দানের অভিযোগ উঠেছে ৷ জানাগেছে, ভেটখালী রায়নগর নৌ-পুলিশের ইনচার্জ তারক বিশ্বাস এলাকার কিছু প্রভাবশালীদের নিয়ে সুন্দরবনে ভূরিভোজ করতে যান ৷ গত ২ দিন সুন্দরবনে অতিবাহিত করার পর ৫ আগষ্ট ২০২২ তারিখে লোকালয়ে ফিরে কয়েক মন মাছ বংশিপুর মাছের কাটায় বিক্রি করতে পাঠান। কিছু মাছ মুখ বন্ধের জন্য স্থানীয় কিছু সাংবাদিক সহ গরীব ও এতিমখানায় বিতরণ করেন ৷

এই নিয়ে এলাকায় নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে ৷ নৌ-পুলিশ দান ছদকা করেতে এসেছে না কি সুন্দরবন রক্ষা করতে এসেছে এমন প্রশ্ন সচেতন মহলের ৷

গোপন সংবাদের ভিত্তিত্বে জানা যায়, রায়নগর নৌ-পুলিশ ডিউটিরত অবস্থায় জেলেদের কাছ থেকে কিছু মাছ উঠিয়েও নিয়েছে ৷ তবে মুখ খুলতে নারাজ ঐ সব সুন্দরবনের উপর নির্ভশীল জেলেরা ৷




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *