সমাজের আলো : পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আওতায় কোবাদক স্টেশনের আয়োজনে শ্যামনগর উপজেলার সুন্দরবন লাগোয়া গোলাখালী গ্রামে সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ সুরক্ষায় উঠান বৈঠকের আয়োজন করা হয়।১০ জানুয়ারি গোলাখালী নুরুজামানের বাড়িতে অনুষ্ঠিত উঠান বৈঠকে সিপিজি ও ভিটিআরটি সদস্য সহ গ্রামবাসীদের অংশগ্রহণে উঠান বৈঠকে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোবাদক স্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন, ফরেস্টগার্ড শিকদার মোস্তাফিজুর রহমান, বোট ম্যান দেলোয়ার হোসেন, আব্দুর রশিদ শিকদার, জিয়াউর রহমান, শেখ সালাম প্রমুখ।

বক্তারা বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ সুরক্ষায় সকলকে ভূমিকা রাখার জন্য গুরুত্বারোপ করেন। কোবাদক স্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, বিভাগীয় বনকর্মকর্তা পশ্চিম সুন্দরবন খুলনার নির্দেশনায় সুন্দরবন সংলগ্ন গ্রামের বিভিন্ন স্থানে সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ সুরক্ষায় উঠান বৈঠক চলমান থাকবে।




Leave a Reply

Your email address will not be published.