রবিউল ইসলামঃ শ্যামনগর উপজেলা সদরে শতবর্ষী ঐতিহাসিক নকিপুর সরকারি এইচসি (হরিচরণ) পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ফটক সংলগ্ন স্থানে অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ড. মুহা. আব্দুল মান্নান এর বিরুদ্ধে। অবৈধভাবে দোকানঘর নির্মাণের কাজ বন্ধ চেয়ে ভূক্তভোগী মো. রহমত আলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে রহমত আলী বলেন, ২০১০-১১ সালে স্কুল পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত মতে যথাযথ প্রক্রিয়ায় নিজ নামে দোকানঘর বরাদ্দ গ্রহণ করি। পরবর্তীতে দোকান ঘরের ভীত নির্মাণ করি। হঠাৎ অর্থনৈতিক সংকটের কারণে দোকানঘর নির্মাণ কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। ইতিমধ্যে ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ড. মুহা. আব্দুল মান্নান প্রভাব খাটিয়ে আমার নির্মাণকৃত ভীতের উপরে দোকানঘর নির্মাণ করিতেছে। প্রতিষ্ঠানের প্রধান হয়ে প্রভাব খাটিয়ে অন্যের নির্মাণকৃত দোকানঘরের ভীতের উপরে জোরপূর্বক দোকানঘর নির্মাণ করার বিষয়টি স্থানীয় সূধী সমাজের মধ্যে বিরুপ আলোচনা চলছে। তাছাড়া জায়গাটি স্কুলের ভোগ দখলীয়। ওই জায়গায় দোকানঘর তৈরী হলে স্কুল প্রতিষ্ঠানের সৌন্দর্য্য নষ্ট হবে স্থানীয়দের অভিমত। এ বিষয়ে প্রধান শিক্ষক ড. মুহা আব্দুল মান্নান বলেন, আমি জেলা পরিষদ হতে ডি.সি.আর নিয়ে দোকানঘর নির্মাণ করিতেছি। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম আবুজর গিফারী বলেন, অভিযোগ পেয়েছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত পূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী বলেন, দোকানঘরের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

