শ্যামনগর প্রতিনিধি। । বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে উদ্দেশ্য করে ফ্রান্সে ব্যঙ্গচিত্র ও কটূক্তির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন ও তৌহিদী জনতা। বুধবার (০৪ নভেম্বর) সকাল ৯টায় প্রথমে শ্যামনগরের নওয়াবেঁকীর বীর মুক্তিযোদ্ধা আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় নওয়াবেঁকী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে নওয়াবেঁকী বাজার প্রদক্ষিণ শেষে আটুলিয়া ইউনিয়ন পরিষদ মাঠে প্রতিবাদ সমাবেশ মিলিত হয়। প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক ডা. লোকমান আহমেদ সহ দল মত নির্বিশেষে সর্বস্তরের হাজার হাজার সাধারণ জনগণ। এরপর বিকাল ৫টায় কাশিমাড়ী মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি হাবিবুল্লাহ পাড়, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ডাবলু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওহীদ গাজী, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন। এ সময় আরো উপস্থিত ছিলেন, সংস্থার উপজেলা সাধারণ সম্পাদক সামিউল ইসলাম মন্টি, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, শফিকুল ইসলাম, আব্দুল ওহাব। বিকেলের অনুষ্ঠান পরিচালনা করেন মো. নাসিরউদ্দীন। এতে সংস্থার সকল কর্মীসহ হাজার হাজর তৌহিদী জনতা ও ধর্মপ্রাণ মুসল্লিরা এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *