্যামনগর প্রতিনিধি ঃসাতক্ষীরার শ্যামনগর সুন্দরবন উপকূলীয় পদ্মপুকুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতার নেশাগ্রস্ত পুত্র সাইফুলের কাছে ঔষধ বিক্রি না করায় দোকানদার কে মারধর করার অভিযোগ উঠেছে। ৭ ই আগস্ট শনিবার বিকাল ৫:৩০ মিনিটের দিকে পাখিমারা গ্রামের শহীদ গাজীর ছেলে সাইফুল ইসলাম, ঔষধ ব্যবসা মোঃ হাসানুজ্জামান( দারুদ) জানান আবার ঔষধের দোকানে সুফিয়া মেডিকেল হল এসে সিরাপ এমব্রোক্স এবং ট্যাবলেট ডিসপেন টু গ্রাম চাই আমি সিরাপ দেয় এবং বলি আমি ওই ট্যাবলেট বিক্রি করি না। বলার সঙ্গে সঙ্গে আমার সাথে বাকবিতন্ডা হয় এবং সে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। সাইফুল ইসলাম বাড়িতে ফোন করে করে তার পিতা শহীদ গাজী কে ডাকে, কয়েক মিনিটের মধ্যে তার পিতা শহীদ গাজী ও তার ভাই শরিফুল ইসলাম, আরিফুল ইসলাম,বাবু এসে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমার উপরে অতর্কিত হামলা করে কিল ঘুষি মারতে থাকে এবং দোকানে থাকা ঔষধ তছনছ করে এবং তারা আমাকে দোকান থেকে বের করে মারধর করতে থাকে এবং সাইফুলের হাতে একটা ভোমর দিয়ে আঘাত করতে গেলে পাশে থাকা দোকানদার রানা , বুলবুল এসে তাকে উদ্ধার করে, ঐ মূহুর্তে রানার হাতে ভোমর লেগে কেটে রক্তপাত হয়। পরবর্তী তে পাশের অন্যান্য দোকানদার এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে উপজেলা ঔষধ সমিতির সভাপতি সাধারণ সম্পাদককে জানালে বলেন স্থানীয় চেয়ারম্যান কে জানান তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *