উপকূলীয় প্রতিনি: সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস্) ও কাপেং ফাউন্ডেশনের যৌথ আয়োজনে সাতক্ষীরা জেলার আদিবাসীদের ভূমি অধিকারের সার্বিক পরিস্থিতি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।২৫শে আগষ্ট (বুধবার) সকাল ১০টায় সুশীলন টাইগার পয়েন্ট প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা সভায় গোপাল মুন্ডার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস, এম আতাউল হক দোলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ডালিম কুমার ঘরামী, আতরজান মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক দিপংকর কুমার বিশ্বাস। আলোচনা সভায় বিভিন্ন মুন্ডাপাড়া থেকে আসা আদিবাসীরা ভূমি সমস্যা নিয়ে বক্তব্য রাখেন।উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন,যেসকল আদিবাসী পাড়ায় খাস জায়গা রয়েছে বা যে খাস জায়গায় আদিবাসীরা বসতি গড়ে তুলেছে তারা যেন সেই খাস জায়গার মালিকানা পেতে পারে তার ব্যবস্থা করা হবে। সবাই সামনের নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মন্ডল বলেন, আদিবাসীরা যাহাতে তাদের ধর্মীয় প্রথা অনুসারে মৃত ব্যক্তিকে কবরস্থ করতে পারে সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। পরবর্তী সময়ে সামস্ এর উদ্যোগে একটি গোলটেবিল বৈঠক এর আয়োজন করা হবে যেখানে জেলা প্রশাসক মহোদয় উপস্থিত থাকবেন। যেখানে খাস জমি ও আদিবাসীদের ভূমি সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। সভাপতি মহোদয়ের সমাপনি বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি হয়। সংগ্রহ আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সঞ্জয় কুমার মাঝী




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *