রবিউল ইসলাম সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১২ টি ইউনিয়ন ব্যাপি হাট বাজারে আলুর দাম কমে নি। বেশ কিছুদিন ধরে হঠাৎ করে আলুর বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। নিত্য প্রয়োজনীয় এ ভোগ্য পণ্যের দাম আকাশচুম্বী হওয়ায় সাধারণ মানুষের মনে অসন্তোষ সৃষ্টি হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বিশেষ করে জনমনের দুর্দশার কথা মাথায় নিয়ে সরকার দ্রুত আলুর দাম প্রতি কেজি ৩০ টাকা বেধে দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। বেশি দামে বিক্রয় করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু বাস্তবে সরকারের আইনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে ব্যবসায়ীরা আলুর দাম কমায় নি। শনিবার সরেজমিনে উপজেলা সদর নকিপুর বাজার সহ অন্যান্য বাজার এলাকায় ঘুরে দেখা যায় প্রতি কেজি আলু ৪০ টাকা দরে বিক্রি করছে ব্যবসায়ীরা। নকিপুর বাজারে বিশেষ করে কাঁচা তরকারি ব্যবসায়ী আবুল হোসেন বলেন, পাইকারি বাজারে আলুর দাম কমে নি। কিনতে হচ্ছে বেশি। ক্রেতা জিয়াসহ অনেকে জানান, সরকারের আইন অমান্য করে ব্যবসায়ীরা বেশি দামে আলু বিক্রি করছে। এতে জনগনের ভোগান্তি বাড়ছে। সার্বিক বিষয়ে শ্যামনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হাই সিদ্দিকি বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।




Leave a Reply

Your email address will not be published.