সমাজের আলো : তানজিলা খাতুন বাক্ প্রতিবন্ধী স্বামী ও তিন সন্তান নিয়ে ছোট একটি জরাজীর্ণ ঘরে বসবাস করছেন। সামন্য বৃষ্টিতে দাঁড়ানোর মতো ঠাঁই হয় না নিজ ঘরে। তাই প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় দুই শতক জমি ও ঘরের কাগজপত্র বুঝে পেয়ে আশায় বসতি বেঁধেছিলেন তানজিলা। এবার বুঝি ঠাঁই হয়েছে মাথাগোজার।কিন্তু বিধি-বাম, এলাকার এক বিএনপি নেতা ভেঙে গুড়িয়ে দিলেন নির্মাণাধীন ঘর, জবর দখল করে নিলেন সরকারি জমি। ফলে বুকে পাথর চাপা দিয়ে ঘুরে বেড়াচ্ছেন উপকূলীয় জনপদ সাতক্ষীরার শ্যামনগরের উত্তর আটুলিয়া গ্রামের চার পরিবার। প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় সাতক্ষীরার শ্যামননগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের নওয়াবেকী মৌজায় ১নং খাস খতিয়ানে ৭৯২ ও ৭৯৩ দাগে ০২ শতক করে জমি ও একটি ঘরের কাগজপত্র বুঝে পেয়েছিলেন উত্তর আটুলিয়া গ্রামের বাক্প্রতিবন্ধী আমজাদ হোসেন ও তার স্ত্রী তানজিলা খাতুন, রফিকুল ইসলাম ও তার স্ত্রী আনোয়ারা বেওয়া, নাছিমা খাতুন, মার্জন মোল্যা ও তার স্ত্রী নকিলা খাতুন। একই এলাকার মৃত আবুল হোসেনের পুত্র বিএনপি নেতা আবু সাহেল গংরা সরকারি খাস জমিতে নির্মাণাধীন চারটি ঘর জোর করে ভেঙে উচ্ছেদ করেছে। ঘর নির্মাণের কাজে ব্যবহৃত ইট, বালি ও সিমেন্ট দিয়ে নির্মাণ করে নিয়েছে নিজেদের সীমানা প্রাচীর। সরকারের পক্ষে জেলা ও উপজেলা প্রশাসনকে বিবাদী করে আদালতে মামলা করে বিপাকে ফেলেছে উল্টো স্থানীয় প্রশাসনকে।
আইলা, সিডর, বুলবুল, আম্পান উপকূলীয় এলাকার জীবন, জীবিকা, কৃষি, অর্থনীতি, সামাজিক ও প্র্রাকৃতিক সুরক্ষাকে বিপন্নতার খাদে ছুঁড়ে ফেলেছে; যেখান থেকে এখনও মানুষ উঠে আসতে পারেনি। তিন বেলা ঠিকমতো খাবার যোগাড় করতে না পারা মানুষগুলো বসবাস করছেন অন্যের জমিতে। এঘটনায় অভিযুক্ত আবু সাহেল ক্যামেরার সামনে বক্তব্য দিতে অস্বীকার করেন।
শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: শাহিনুল ইসলাম জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে আমি উক্ত সরকারি খাস জমিতে ঘর নির্মাণ করার জন্য প্রয়োজনীয় ইট, বালি, সিমেন্টসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে ঘর নির্মাণ শুরু করি। কিন্তু উক্ত বিবাদীরা ৪টি ঘরের ভিত নির্মাণ কাজ শেষ হওয়ার সাথে সাথে তারা তাদের বাড়ি মহিলা ও এলাকার থেকে ভাড়া করা মহিলা দিয়ে আমার সমস্ত ইটবালি ও সিমেন্ট লুট করে নেয়। ভাংচুর করে নির্মাণাধীন ঘর। আমার ইট, বালি ও সিমেন্ট দিয়ে তারা বর্তমানে নিজেদের পাচিল নির্মাণ করে নিয়েছে।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার, আ. ন. ম আবুজর গিফারী জানান, শ্যামনগরে প্রথম পর্যায়ে ২৯০টি ঘর ও জমি বুঝিয়ে দিয়েছি। ২য় পর্যায়ে ৭০টির মধ্যে ৬৬টি ঘর বুঝিয়ে দিয়েছি। কিন্তু ৪টি ঘর বুঝিয়ে দিতে পারিনি। যিনি জবর দখল করে আছেন তিনি সেখানে বাঁধা দেন ও নির্মাণ সামগ্রীগুলো বিভিন্নভাবে নষ্ট করেছেন। ফলে আমরা আইনের আশ্রয় নিয়েছি, মামলা করেছি। বিজ্ঞ আদালতে তা বিচারাধীন আছে। বিচারাধীন থাকায় পদক্ষেপ নিতে পারছিনা। আশা করি মামলাটি দ্রুত নিষ্পত্তি হবে এবং ৪টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ভূমি ও ঘর প্রদান করতে পারব। তবে খুব দ্রুত আদালতের আইনী প্রক্রিয়া শেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবার হিসেবে জমি ও গৃহ পাবেন ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *