সমাজের আলো : শ্রেণিকক্ষে ঢুকে একে একে ৬৫ জন শিক্ষার্থীকে লাঠিপেটা করার অভিযোগ উঠেছে মিঠুন কুমার মন্ডল নামের এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে অবস্থিত শ্যামনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে। পরক্ষণে মারধরের শিকার শিক্ষার্থীদের ক্ষুব্ধ অভিভাবকরা সেখানে পৌছালে প্রতিষ্ঠানের অধ্যক্ষ তাদেরকে নিবৃত্ত। এসময় মারধরের শিকার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বায়েজিদ হোসেনের চিকিৎসার জন্য অভিযুক্ত শিক্ষক সবার সামনে তার পিতাকে ৫ হাজার টাকা দেন।

শিক্ষার্থী, তাদের অভিভাবক ও প্রতিষ্ঠানে কর্মরতদের মাধ্যমে জানায় বেলা ১১টার দিকে ৬ষ্ঠ শ্রেণির কক্ষের পাশের বারান্দায় দাঁড়িয়ে শিক্ষক মিঠুন কুমার মন্ডল মুঠোফোনে কথা বলছিলেন। এসময় ভিতরে অবস্থানরত শিক্ষার্থীরা উচ্চস্বরে কথা বলায় বিরক্ত ঐ শিক্ষক রাগান্বিত হয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করে একে একে ৬৫ জন ছাত্রকে এলোপাতাড়িভাবে লাঠিপেটা করেন। এ ঘটনার অল্পক্ষণ বাদে শিক্ষকের প্রহারে হাত ভেঙে যাওয়া বায়োজিদ হোসেন ছুটি নিয়ে বাড়িতে ফিরলে বিষয়টি জানাজানি হয়। একপর্যায়ে মারধরের শিকার ছাত্রদের অভিভাবকরা ঘটনাস্থলে পৌছালে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে প্রতিষ্ঠানের অধ্যক্ষ তাদেরকে নিবৃত্ত করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *