শ্যামনগর প্রতিনিধি : মঙ্গলবার শ্যামনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কৃষকদের মধ্যে ভর্তুকীমূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিস সুত্রে প্রকাশ, অনুষ্ঠানে ভর্তুকীমূল্যে বিতরণকৃত কৃষি যন্ত্রপাতির মধ্যে ছিল ৪টি কম্বাইন হারবেষ্টার মেশিন, ১টি থ্রেসার মেশিন ও ১টি ধান লাগানো মেশিন। ৪টি কম্বাইন হারবেস্টার মেশিন যার মূল্যে ২৫ লক্ষ ৫০ হাজার টাকা। কৃষকরা পরিশোধ করেছেন ৮ লক্ষ টাকা। জানা যায়, বাঁকী টাকা সরকার ভর্তুকী দিয়েছেন। ১টি থ্রেসার মেশিন যার মূল্যে ১ লক্ষ ৩০ হাজার টাকা। কৃষক পরিশোধ করেছেন ৬০ হাজার টাকা। ১টি ধান লাগানো মেশিন যার মূল্যে ৪ লক্ষ ২০ হাজার টাকা। কৃষক পরিশোধ করেছেন ১ লক্ষ ২০ হাজার টাকা। জানা যায়, কৃষি যন্ত্রপাতি ক্রয় মূল্যে সরকার শতকরা ৭০ ভাগ ভর্তুকী দিচ্ছেন ও কৃষক শতকরা ৩০ ভাগ টাকা পরিশোধ করছেন।

কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাইদ, উপজেলা কৃষি অফিসার এসএম এনামুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published.