সমাজের আলো : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ৫নং কৈখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের বিরুদ্ধে ব্যাংক চেকের মামলায় এক বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

গত ২৮ অক্টোবর সাতক্ষীরা জজ কোর্টের (সাব-২) বিজ্ঞ বিচারক তার বিরুদ্ধে এ আদেশ দেন। তবে, এসময় ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম আদালতে উপস্থিত ছিলেন না।

সূত্র মতে, ঈশ্বরীপুর গ্রামের মোহাম্মাদ আলী সরদারের ছেলে মিজানুর রহমানের নিকট থেকে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় চেকের মাধ্যমে ৩০ লক্ষ টাকা গ্রহণ করেন। কিন্তু সঠিক সময়ে টাকা পরিশোধ না করায় মিজানুর রহমান চেয়ারম্যানের বিরুদ্ধে সাতক্ষীরা জর্জকোর্টে ৩৭৪/২০ নং মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানী ও স্বাক্ষ্য গ্রহণ শেষে বিষয়টি প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক চেয়ারম্যানের বিরুদ্ধে এক বছর সশ্রম কারাদন্ডসহ সমুদয় টাকা পরিশোধের আদেশ দেন। এবষিয়ে চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, তিনি উচ্চ আদালতের দ্বারস্ত হবেন।




Leave a Reply

Your email address will not be published.