রবিউল ইসলাম: শ্যামনগরের ভৈরবনগর মৌজার সরকারী ১ নং খাস খতিয়ানের সম্পত্তি ভূয়া নামে বন্দোবস্ত নিয়ে জাল দলিল সৃষ্টি,ভূয়া স্কেচ ম্যাপ দিয়া দখলের চেষ্টার অভিযোগে জেলা প্রশাসক ও শ্যামনগরের এসিল্যান্ডের কাছে লিখিত আবেদন দিয়েছেন সোরা গ্রামের মৃত শওকত মোল্যার পুত্র রফিকুল ইসলাম। লিখিত আবেদনে তিনি বলেন মৌজা- ভৈরবনগর এস এ খতিয়ান নং-১ দাগ নং- ১ জমির পরিমান- ১.৫০একর জমি আমার প্রায়ত পিতা সরকারের নিকট থেকে ৪৫১/৯০-৯১ নং বন্দোবস্ত মামলা মূলে বন্দোবস্ত গ্রহন করত ২৬৯৮ নং কবুলিয়াত দলিল তারিখ ০৯-০৫-২০০১ মূলে শান্তিপূর্নভাবে ভোগ দখলে আছি। তপশীল সম্পত্তি সংলগ্ন একই দাগে জনৈক রেজাউল তরফদার নামিয় ব্যাক্তি বন্দোবস্ত মামলা নং- ৪৭৮/৯০-৯১ নং বন্দোবস্ত মামলা মূলে ২২০৩/২০১৭ নং কবুলিয়াত দলিল তারিখ ১৮-০৫-২০১৭ দলিল সৃজন করেন। উক্ত দলিলে কবুলিয়াত দাতা রেজাউল তরফদার, পিতা- ছোবহান তরফদার , সাং- ভৈরবনগর এবং মোছাঃ হাসিনা বিবি, জং রেজাউল তরফদার, সাং- ভৈরবনগর থাকেন। অত্র উপজেলাধীন রমজাননগর ইউনিয়নে ভৈরবনগর গ্রামে উক্ত নাম ঠিকানার কোন ব্যাক্তিগর্ব বসবস করেন না। অথচ হাসিনা বেগম স্বামী আব্দুল মাজেদ, জ¤œ তারিখ- ০৩-০৭-১৯৮৪ , জাতীয় পরিচয় নং- ১৯৮৪৮৭১৮৬২৩১২৩৩২১ নামিয় ব্যাক্তি প্রশাসনকে ভুল বুঝিয়ে ২২০৩/২০১৭ নং জাল দলিল সৃজন করিয়াছেন। কারন ৪৭৮/৯০-৯১ নং বন্দোবস্ত মামলার বন্দোবস্ত গ্রহিতা ব্যাক্তিদ্বয় ছিলেন ভূয়া নাম ঠিকানার হওয়ায় উক্ত বন্দোবস্ত কেসের অনুকুলে কোন কবুলিয়াত দলিল হয়নি। অথচ হাসিনা বেগম স্বামী আব্দুল মাজেদ, দীর্ঘ ২৬ বছর পরে প্রশাসনকে ভূল বুঝিয়ে তাহাদের নামে দলিল সৃজন করিয়াছেন কারন হাসিনা বেগম স্বামী আব্দুল মাজেদ, এর জ¤œ তারিখ ০৩-০৭-১৯৮৪ । যখন ৪৭৮/৯০-৯১ নং বন্দেবস্ত কেস রুজু হওয়ার সময় হাসিনা বেগম স্বামী আব্দুল মাজেদ, এর বয়স ৪/৫ বছর এবং হাসিনার বিবাহ ১৪/১৫ বছর বয়সে অর্থাৎ ১৯৯৯/২০০০ সালের দিকে। সরকারী ১ নং খাস খতিয়ানের জমিতে ভূয়া জাল দলিল সৃজন করিয়া তাহার বন্দোবস্তের ৩০ বছর পরে এসে মাননীয় জেলা প্রশাসক সাতক্ষীরা মহোদয়ের নিকটে দখল বুঝে পাওয়ার জন্য আমারসহ কয়েকজনের বিরুদ্ধে আবেদন করেন। উক্ত আবেদনটিতে গত ১১-১২-১৯ তারিখে মাননীয় জেলা প্রশাসক মহোদয় এসিল্যান্ড শ্যামনগরকে ব্যাবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করিলে উপজেলা ভুমি অফিস শ্যামনগর থেকে ২৯৩২ নং স্বারকে ১৭-১২-১৯ তারিখে কৈখালী ইউনিয়ন ভুমি কর্মকর্তার নিকটে তদন্ত করে প্রতিবেদন চাওয়া হয়। কৈখালী ইউনিয়ন ভুমি কর্মকর্তা ১১-০৩-২০২০ তারিখে প্রতিবেদন দিয়ে বলেন মূল স্কেচ ম্যাপ সংগ্রহ পূর্বক সার্ভেয়ারের মাধ্যমে মাপ জরিপ করে বিষয়টি নিস্পত্তি করা যেতে পারে। উক্ত প্রতিবেদনে সরকারী সম্পত্তিতে জালিয়াতি করার বিষয়টি এড়িয়ে যাওয়া হয়। উক্ত প্রতিবেদন পাওয়ার পরে জাল ভূয়া দলিল সৃজনকারী হাসিনা বেগম স্বামী আব্দুল মাজেদ, একটি জাল ভূয়া স্কেচ ম্যাপ তৈরী করিয়া উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ারের নিকটে দাখিল করে । উক্ত জাল, ভূয়া দলিল ও জাল স্কেচ ম্যাপের কপি আমি উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ারের নিকট থেকে প্রাপ্ত হওয়ার পরে যাচাই করিয়া জাল জালিয়াতি সম্পর্কে অবহিত হওয়ার পরে সার্ভেয়ার ও কৈখালী ইউনিয়ন ভুমি কর্মকর্তা জাল কাগজ সৃজন কারীর অনুকুলে সরকারী জমির দখল ছেড়ে দেওয়ার জন্য আমাকে মৌখিক ভাবে বলছেন। এক্ষনে সরকারী জমিতে জাল, ভূয়া দলিল সৃজনকারী ও জাল ভূয়া স্কেচ ম্যাপ সৃজনকারী বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করা ও জাল কাগজ পত্র বাতিল করা আবশ্যক অন্যথায় সরকারী সম্পত্তি এবং আমার বন্দোবস্ত প্রাপ্ত সম্পত্তি জাল কারবারীর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। ঘটনার বিষয়ে আবেদনকারী রফিকুল ইসলাম বলেন কৈখালী ইউনিয়ন ভুমি অফিসের নায়েব সুধীন কুমার সরকারকে ভুল বুঝিয়ে হাসিনা বেগম জাল দলিল দিয়ে আমাদের বন্দোবস্ত প্রাপ্ত জমি দখল করার চেষ্টা করছেন। তিনি আরও বলেন উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার আমাকে জাল দলিলের অনুকুলে দখল ছেড়ে দেওয়ার জন্য মৌখিকভাবে বলছেন। কৈখালী ভূমি কর্মকর্তা সুধিন কুমার বলেন , এ বিষয়ে আমি কিছুই জানিনা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *