সমাজের আলো : শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন সংলগ্ন খোলপেটুয়া নদীর চর থেকে অবৈধভাবে বালু উত্তোলন কোনভাবে বন্ধ হচ্ছে না। প্রশাসনের অভিযানের আগাম খবরে এক-দুই দিন কার্যক্রম স্থগিত রাখা হলেও মূলত বালু উত্তোলন অব্যাহত রয়েছে। প্রভাবশালী কয়েকটি গ্রæপ এসব বালু উত্তোলনের সাথে জড়িত হওয়ায় স্থানীয়রা কোন প্রকার বাধা সৃষ্টির সাহস পাচ্ছে না। মাসের পর মাস ধরে খোলপেটুয়া নদীর ভাঙন কবলিত এলাকার চর থেকে এভাবে বালু উত্তোলনের ঘটনায় আশপাশে বসবাসরতরা চরম আতংকের মধ্যে পড়েছে।স্থানীয়রা জানায় প্রায় প্রতিদিন খোলপেটুয়া নদীর বিড়ালাক্ষী ও নওয়াবেঁকী অংশের চর থেকে বোরিং করে বালু উত্তোলন করা হচ্ছে। লোকজনের চোখ এড়াতে রাতে একাধিক ড্রেজার মেশিন স্থাপন করে বালু উত্তোলনের কাজ চলছে। আটুলিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক এক নেতা ও হুমায়ন কবীর নামের দুই প্রভাবশালীর নেতৃত্বে একাধিক গ্রæপ এসব বালু উত্তোলন অব্যাহত রেখেছে।তাদের অভিযোগ ভাঙন কবলিত এলাকা থেকে বালু উত্তোলন নিয়ে কথা বললে তাদের অনুকুলে প্রশাসনের অনুমতি থাকার কথা জানিয়ে দিচ্ছে। বিষয়টি বার বার প্রশাসনের কাছে জানানো হলেও কোনভাবে খোলপেটুয়া নদীর বালু উত্তোলন বন্ধ হচ্ছে না বলেও তাদের অভিযোগ।স্থানীয়রা আরও অভিযোগ করেন, বালু উত্তোলনের সাথে জড়িতরা এলাকায় প্রচন্ড ধরনের প্রভাবশালী। তাদের বিরুদ্ধে মুখ খুললে নানা ধরনের বিপদে পড়ার ভয়ে তারা সার্বক্ষণিক তটস্থ।বিড়ালাক্ষী গ্রামের জামির হোসেন জানান, মাসের পর মাস ধরে তার বাড়ির সন্নিকটস্থ খোলপেটুয়ার চর থেকে বালু উত্তোলন করছে কয়েকটি গ্রæপ। এলাকার ডোবা নালা ভরাটসহ নওয়াবেঁকী বাজার ও মুন্সিগঞ্জ বাসষ্ট্যান্ডে পৃথক আড়ৎ করে সেখান থেকে উপজেলার সর্বত্র বালু সরবরাহ করা হচ্ছে। অবৈধভাবে ভাঙন কবলিত এসব এলাকা থেকে বালু উত্তোলন করার বিষয়ে প্রশ্ন তুললে তাদের বালু উত্তোলনের অনুমতি থাকার কথা বলা হচ্ছে। তবে বালু উত্তোলনের সাথে জড়িতরা ব্যাপক প্রভাবশালী বিধায় বালু উত্তোলনের সাথে জড়িতদের কাছ থেকে সেই অনুমতিপত্র দেখার দু:সাহস স্থানীয়দের কেউ দেখায় না। তিনি দাবি করেন স্থানীয়রা একাধিকবার তাদের ভাঙন কবলিত এলাকা থেকে বালু উত্তোলনের বিষয়ে প্রশাসনকে জানানোর পরও কোন ব্যবস্থা না নেয়ায় তারা হতাশ হয়ে পড়েছে।মাজেদা খাতুন নামের স্থানীয় এক নারী জানায়, দিনে লোকজনের চোখে পড়ে বলে গত দুই মাস ধরে রাতে বালু উত্তোলন করা হচ্ছে। বালু উত্তোলনের সাথে জড়িতরা ক্ষমতাধর বিধায় ভাঙনের শংকায় থাকা গ্রামবাসীদের কেউ তাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস পায় না বলেও দাবি ঐ নারীর।
স্থানীয়রা জানায় আম্পানের পর বুড়িগোয়ালীনি এলাকার ভেঙে যাওয়া উপকূল রক্ষা বাঁধ মেরামতের জন্য প্রশাসনের অনুমতি সাপেক্ষে জরুরী ভিত্তিতে খোলপেটুয়া নদী থেকে কিছু বালু উত্তোলন করা হয়। তবে কয়েক দিনের মধ্যে সংশ্লিষ্ট ভাঙন কবলিত বাঁধ মেরামত সত্তে¡ও ব্যবসার জন্য বালু উত্তোলন অব্যাহত রাখে উক্ত ঠিকাদার। তাদের দাবি পরবর্তীতে আরও স্থানীয় চার/পাঁচটি গ্রæপ খোলপেটুয়া নদীর বিভিন্ন অংশ থেকে বালু উত্তোলনে জড়ি হয় এবং শ্যামনগরসহ পাশের কালিগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজের দায়িত্বে থাকা ঠিকাদারদের কাছে সরবরাহ শুরু করে। অব্যাহতভাবে খোলপেটুয়া নদী থেকে বালু উত্তোলনের কারনে তারা চরম ভাঙন আতংকে রেেছন বলেও দাবি করেন। অবিলম্বে খোলপেটুয়া নদী থেকে বালু উত্তোলন বন্ধে তারা উর্ধ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপও দাবি করেন।




Leave a Reply

Your email address will not be published.