সমাজের আলো : শ্যামনগর উপজেলার ৩টি ইউনিয়নে ৫ জানুয়ারি সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়েেনর ৬নং কেন্দ্রে ভোটগ্রহণ শেষে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়।সংঘর্ষে ৫জন আহত হয়। আহতদের মধ্যে দু’জন গুরুতর আহত হওয়ায় তাদেরকে শ্যামনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন বলেন-আহতরা হলো গমনতলী এলাকার মৃত ময়নদ্দীন গাজীর ছেলে আতিয়ার গাজী(৫০), সামসুদ্দিন গাজীর ছেলে সাদ্দাম হোসেন ও শাহিন বিল্লাহ। আহত অপর দু’জনের নাম পাওয়া যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ এ কে ফজলুল হক। পরিদর্শনকালে তিনি বলেন-৫০ বছরে গুমানতলী কেন্দ্রে কোন নির্বাচনী সহিংস ঘটনা ঘটেনি। এ ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।




Leave a Reply

Your email address will not be published.