শ্যামনগর প্রতিনিধি। । শ্যামনগরের গোবিন্দপুরে বিরোধকে কেন্দ্র করে বসতবাড়ি ভাংচুর ও মালামাল লুটপাঠের অভিযোগ পাওয়া গেছে। গোবিন্দপুর গ্রামের মৃত ফেরাজতুল্যাহ গাজীর পুত্র আবুল কাশেম (৩৬) শ্যামনগর থানায় লিখিত সাধারণ ডায়েরীতে জানান, গত ৯ অক্টোবর সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে একই গ্রামের আহাদ আলী, ফজলু গাজী, ইয়াহিয়া হোসেন ও বাবু হোসেন যোগসাজসে আবুল কাশেমের ভিটা বাড়ী জমি জায়গা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ করে আসছিল। তারা অযথা বিরোধ সৃষ্টি করতে আবুল কাশেম ও তার পরিবার সদস্যদের উদ্দেশ্য করে অশ¬ীল ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে তাদেরকে মিথ্যা মামলা ও জীবন নাশের হুমকি দেওয়ায় তাদের বিরুদ্ধে শ্যামনগর থানায় জিডি করা হয়। জিডি নং- ৫২৮। এ সংবাদ পেয়ে প্রতিপক্ষরা আবুল কাশেমের বশত বাড়ী দখল করতে মরিয়া হয়ে ওঠে। সে আক্রশে ১১ অক্টোবর সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে আব্দুস সাত্তার, পলাশ, আইয়ুব, মহিমুর, আহাদ আলী, ফজলু গাজী, ইয়াহিয়া হোসেন ও বাবু হোসেন একজোট হয়ে আবুল কাশেমের বশত বাড়ী ভাংচুর করায় বাঁধা দিলে হাসিনা খাতুন (৬৫), রুমা আক্তার (৩০) মারাত্মক আহত হয়ে শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আবুল কাশেম জানান, তার ব্যবহৃত মোটরসাইকেলটি বিক্রয় ও ইটভাটার দাদন বাবদ গচ্ছিত ৬০ হাজার টাকা, মোবাইল, স্বর্ণের অলঙ্কারাদিসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *