রবিউল ইসলাম ,শ্যামনগর। । শ্যামনগর উপজেলায় জেলা পরিষদের ৯ নং ওয়ার্ড ও নূরনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের উপনির্বাচন আজ। সাতক্ষীরা জেলা পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য এস এম গোলাম মোস্তফা মুকুল ও নূরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আবু বক্কর সিদ্দিক মৃত্যুবরণ করায় তাদের মেম্বার পদ শূন্য হওয়ায় আজ মঙ্গলবার শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উপ-নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসার মোঃ রবিউল ইসলাম দৈনিক দৃষ্টিপাতকে জানান, উভয় উপনির্বাচন সুষ্ঠুভাবে সুসম্পন্ন করার জন্য আইন শৃঙ্খলা সদস্যদের মোতায়েন করা হয়েছে। কেন্দ্রে ব্যালট পেপার ও ব্যালট বাক্স সহ অন্যান্য সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। জেলা পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে ভোট কেন্দ্র হিসেবে উপজেলা পরিষদ হলরুম নির্ধারণ করা হয়েছে। প্রিজাইডিং অফিসারের দায়িত্বে আছেন উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম। নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজার গিফারী। জেলা পরিষদ উপ-নির্বাচনে ৪ জন প্রার্থী মোঃ আজিজুর রহমান সোহাগের প্রতীক তালা, মল্লিক ফজলুল হকের প্রতীক হাতি, মাহবুব এলাহীর প্রতীক বৈদ্যুতিক ফ্যান ও মাকসুদুর রহমান মুকুলের প্রতীক টিউব ওয়েল নিয়ে প্রতিদ্বন্দিতা করবেন। মোট ভোটারের সংখ্যা ৬৫ জন। ভোট গ্রহণ সকাল ৯ টা থেকে শুরু হয়ে নিরবিচ্ছিন্নভাবে দুপুর ২ টা পর্যন্ত চলবে। উপজেলার নূরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে ভোট কেন্দ্র হিসেবে দাসকাটি (পূর্ব দূরমুজখালি) সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের দায়িত্বে আছেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান। নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্বে আছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আব্দুল হাই সিদ্দিকী। উপনির্বাচনের মোঃ আলমগীর হোসেন টিউবয়েলে প্রতীক এবং মোঃ নজরুল ইসলাম ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ কেন্দ্রের মোট ভোটারের সংখ্যা ১৪৮৪ জন। ভোট গ্রহণ সকাল ৮ টা থেকে শুরু হয়ে নিরবিচ্ছিন্নভাবে বিকাল ৫ টা পর্যন্ত চলবে। উপজেলা নির্বাচন অফিসার নির্বাচন উৎসবমুখর এবং সুস্থভাবে সুসম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। উভয় উপনির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।




Leave a Reply

Your email address will not be published.