সোমবার (২৭ নভেম্বর) সকালে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনি ইউনিয়নের ভূমি অফিস চত্বরে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের আওতায় মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। উত্তরণের আয়োজনে ও দাতা সংস্থা এডুকো’র আর্থিক সহায়তায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ-বীন শফিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরণের প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীন। উত্তরণের প্রজেক্ট ম্যানেজার নাজমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এডুকো কর্মকর্তা গোলাম কিবরিয়া, সিনিয়র ম্যানেজার (এডুকেশন), ম্যানেজার (মনিটরিং) জামাল উদ্দিন, ম্যানেজার কাজী আব্দুল কাদীর, তানসু অফিসার সৈয়দা ইসরাত জাহান এবং উত্তরণ কর্মকর্তা অলোক পাল, মোঃ আনিছুর রহমান ও আফজাল হোসেনসহ কাশিমাড়ী, বুড়িগোয়ালিনি, মুন্সিগঞ্জ ও গাবুরা ব্রীজ স্কুলের শিশু,শিক্ষক,অভিভাবক,শিশু সুরক্ষা কমিটির সদস্য ও কর্মমালিকগণ।
উক্ত মুক্ত আলোচনায় উপস্থিত সকল অংশগ্রহণকারী উত্তরণ ও এডুকো বাংলাদেশের কার্যক্রম সম্পর্কে মতামত এবং পরামর্শ প্রদান করেন। অংশগ্রহণকারীরা বলেন যে, এই শিশুশ্রম নিরসন প্রকল্পের আওতায় শ্রমজীবি শিশুদের শিক্ষা গ্রহণ ও কারিগরি প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ায় এই এলাকার অনেক হতদরিদ্র পরিবারের অনেক উপকার হয়েছে। কারিগরি প্রশিক্ষণ পেয়ে ঐ সকল শিশুরা কিছু আয় করে পরিবারকে সহায়তা করতে পারছে। তারা আরও বলেন, এই ৪ টি বিদ্যালয়ের শিশুদের দুপুরের খাবার,স্কুল ড্রেস, ব্যাগ ও উপবৃত্তির ব্যবস্থা করলে ভালো হত। যে সকল শিশুরা কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করেছে তাদের প্রশিক্ষণ শেষে কাজ করার জন্য কিছু উপকরণ প্রদান করা এবং প্রশিক্ষণের মেয়াদ ৩ মাসের স্থানে ৫ মাস করার কথা তুলে ধরেন।




Leave a Reply

Your email address will not be published.