সমাজের আলো : শ্যামনগর উপজেলার টেংরাখালী পল্লীর ডাবল মার্ডার মামলার ৪ আসামী রোববার আদালতে আত্মসমর্পন করেছে। আইনজীবির মাধ্যমে সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রাকিবুল হাসানের আদালতে তারা আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করে।

এসময় বিজ্ঞ আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। আত্মসমর্পনকারী আসামীরা হলো আব্দুস সোবহান, আব্দুল আলিম, জালাল ও খলিল। আলোচিত এ মামলার প্রধান আসামী ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টুসহ মোট ১১ জন আগে থেকে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে।

উল্লেখ্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ৮ জুলাই আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য আব্দুল বারী ও বর্তমান ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টুর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দু’পক্ষের অন্তত ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আমির হোসেন ও আব্দুল কাদের নামের দু’জন মারা যায়।

এঘটনায় নিজের দুই কর্মী নিহত হওয়ার দাবি করে আব্দুল বারী তার প্রতিপক্ষ আব্দুল হামিদ লাল্টুসহ ৭৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০ জনকে আসামী করে শ্যামনগর থানায় মামলা করে।

এদিকে গত শুক্রবার রাতে মামলার প্রধান আসামী ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টুর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরসহ লুটতরাজের অভিযোগ উঠেছে। বাড়ি পুরুষ শুন্য হয়ে পড়ার সুযোগে প্রতিপক্ষের লোকজন সেখানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুরসহ লুটপাট চালায় বলে তার স্ত্রী সাকিরুন্নেছা বেগম অভিযোগ করেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *