সাতক্ষীরার শ্যামনগর উপজেলা কৈখালী শামসুর রহমান (এসআর) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসার(৫৫) হত্যার ঘটনায় আত্মহত্যার প্ররোচনা দানের অপরাধ ৩০৬ পেনাল কোড ধারায় শ্যামনগর থানায় মামলা হয়েছে।এ মামলায় স্কুল পরিচালনা পরিষদের সভাপতি কৈখালী ইউনিয়ন এর চেয়ারম্যান সহ ৭ জনকে আসামি করা হয়েছে। গতকাল রাতেই মামলাটি দায়ের করেছেন প্রধান শিক্ষকের স্ত্রী নুরুন্নাহার ফুটফুটি।এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হননি।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে গোপালপুর পিকনিক কর্নার সংলগ্ন একটি আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে শ্যামনগর থানা পুলিশ । তাঁর সাথে গলায় গামছা (তোয়ালী) পেঁচানো ছিল। তিনি উপজেলার কৈখালী গ্রামের মৃত ইনতাজ মাস্টারের ছেলে। তিনা কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি নারী ঘটিত একটি মামলায় স্কুল পরিচালনা পর্ষদের পক্ষ থেকে তাকে সাময়িক বরখাস্তের নোটিশ প্রদান করা হয়। এ ঘটনায় তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন। অথচ স্কুল পরিচালনা কমিটি বলছে, স্কুলের শৃঙ্খলা বজায় রাখতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে সমস্ত মামলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের মাসিক মিটিং এ তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। এলাকাবাসী জানান, হেড মাস্টারের বিরুদ্ধে সাতক্ষীরা নারী শিশু আদালতে মারুফা বেগম নামে এক মহিলা ধর্ষণ ও অর্থ আত্মসাতের মামলা করে। এছাড়া স্কুলের চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে সাতক্ষীরা আদালতে জাকির নামে এক ব্যক্তি নিয়োগ বাণিজ্যের একটি মামলা করেন। এ ঘটনায় তিনি মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন। প্রধান শিক্ষকের আত্মহত্যা নিয়ে এলাকায় চলছে চুলচেরা বিশ্লেষণ। অন্য একটি সূত্র জানায় গত ১৩ জানুয়ারি’২২ তারিখে এসআর মাধ্যমিক বিদ্যালয়ে চারটি পদে নিয়োগের জন্য দেনদরবার হয় ৷ দেনদরবারের আগে বিদ্যালয়ের সাবেক সভাপতি জি,এম, রেজাউল করিমের সাথে যোগসাজশে ২ জন প্রার্থীকে যাচাই-বাছাই করেন৷ তার মধ্যে সভাপতি ২ জনের কাছ থেকে নিয়োগ বানিজ্যের টাকা নিবেন এবং ২ জনের কাছ থেকে প্রধান শিক্ষক নিবেন ৷ এমন আলোচনা সাপেক্ষে প্রধান শিক্ষক আবুল বাসার ২ জন প্রার্থী নির্বাচন করেন তাদের কাছ থেকে নিয়োগের জন্য টাকা গ্রহন করে সভাপতির কাছে দেন ৷ গত ১৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখে নিয়োগ পরিক্ষায় দেখা গেছে সভাপতির ২জন প্রার্থী নিলেও নেওয়া হয়নি প্রধান শিক্ষকের ২জন প্রার্থীকে ৷ সভাপতি রেজাউল করিম যোগাযোগের মাধ্যমে ঐ ২জন প্রার্থীকে পরিবর্তন করে তার নিজের ২জন প্রার্থীকে নিয়োগ দেন৷ প্রধান শিক্ষকের ২ জন প্রার্থীর মধ্যে মারুফা বেগম তার টাকা ফেরত চান কিন্তু সেই টাকা প্রধান শিক্ষক সভাপতির কাছে দেওয়ার কারনে তিনি সেই টাকা আর ফেরত দিতে না পারায় এবং কালক্ষেপণ করায় রাগান্বিত হয়ে সাতক্ষীরা নারীশিশু আদালতে একটি অসন্মান জনক মামলা দায়ের করেন যার শুনানি আগামী ১৪ জানুয়ারী ২০২৩ তারিখে ৷ কেউ কেউ বলছেন ঘটনাকে ভিন্ন দিকে নিতে সাবেক সভাপতি রেজাউল করিমের এটি একটি কৌশল। কিন্তু পরিবার দাবী করছেন, বর্তমান সভাপতি ইউনিয়নের চেয়ারম্যান সহ আরো কয়েকজনকে ৷

মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর রেজাউল ইসলাম জানান, পরিবার থেকে যে এজাহার দেওয়া হয়েছে তার প্রেক্ষিতে মামলা হয়েছে ৷ এ বিষয়টি অধিক গুরুত্ব সহকারে তদন্ত করা হবে ৷
সমাজের আলো।।




Leave a Reply

Your email address will not be published.