সমাজের আলো : সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলায় বিসমিল্লাহ সেরেস্তা’র বিরুদ্ধে সাব রেজিস্ট্রার অফিস বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন আলেয়া বেগম নামে একজন মহিলা।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গাবুরা ইউনিয়নের ১০ নং সোরা গ্রামের আলেয়া বেগম গত ২৫-৫-২০২২ তারিখে শ্যামনগর উপজেলা পরিষদের দলিল লেখক মাহবুবুর রশীদ এর দলিল লেখকের ঘরে এসে আলেয়া বেগমের আপন ভাই আলাউদ্দিন ও আপন বোন খালেদা বেগম ওই দুই জনের নামে রেজিষ্ট্রি করে দেওয়া হয়। কিন্তু উক্ত ঘরে ইদ্রিস নামে এক ব্যক্তি কৌশলে স্বাক্ষর করে নেন। উক্ত স্বাক্ষর কৌশলে নেওয়ার পরে জানা গেছে আমার সম্পত্তি আত্মসাৎ করার লক্ষ্যে মোটা অংকের টাকার বিনিময়ে দলিল লেখকের ঘরের কর্মচারি নিজেই উক্ত অসৎ কাজ করেন। আমি সহ আমার ছেলে জানতে পেরে প্রতিবাদ করলে বিসমিল্লাহ সেরেস্তার কর্মচারী ইদ্রিস আলী তড়িঘড়ি করে একটি দলিলের ছবি ছিড়ে ফেলে। দলিলের উপর ছবি ছিড়ে বাকি দলিলের অংশগুলো সাব-রেজিস্ট্রার অফিসে নিয়ে যায়। বাকি টুকু আমাকে জানতে দেয়নি। যদি দুইটি দলিলের মাধ্যমে আমার সম্পত্তির স্বাক্ষর করে নেয় তাহলে আমার পিতার সম্পত্তি হতে আমি বঞ্চিত হবো। আলেয়া বেগম জানিয়েছেন, আমি আমার পিতার সম্পত্তি থেকে কেনো বঞ্চিত হবো আমার সাথে দলিল লেখকের কর্মচারী কেনো এমন করলো এর তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নিতে সংশয় কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এই বিষয়ে শ্যামনগর উপজেলার সাব রেজিস্ট্রার অফিসের টেলিফোন নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদেরকে সাড়াশব্দ পাওয়া যায়নি।




Leave a Reply

Your email address will not be published.