সমাজের আলো : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ জানান, একটি বয়স্ক মৃত বাঘ চুনকুড়ির রাজাখালে পাওয়া গেছে। জায়গাটি উপকূল থেকে একেবারেই সুন্দরবনের গহীনে।
গহীন সুন্দরবন থেকে বন বিভাগ একটি মৃত রয়েল বেঙ্গল টাইগার উদ্ধার করেছে বলে জানা যাচ্ছে।রোবাবার (৭ নভেম্বর) সন্ধ্যায় পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি রাজাখালী খালের পাশ থেকে বাঘটির মরদেহ উদ্ধার করা হয় বলে গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।বন বিভাগ সূত্রে জানা গেছে, গহীন বনে একটি বাঘের মরদেহ পড়ে আছে, জেলেদের মাধ্যমে এমন খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান জানান, সুন্দরবনের ভেতর থেকে একটা বয়স্ক বাঘের মরদেহ উদ্ধার করে রেঞ্জ অফিসে আনা হচ্ছে। ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত কারণে বাঘটি মারা যেতে পারে।তবে ফরেনসিক রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান।




Leave a Reply

Your email address will not be published.