সমাজের আলো : শ্যামনগরে অগ্রণী ব্যাংক ভেটখালী শাখার ম্যানেজারের বিরুদ্ধে ২ কোটি টাকার জমি ৪১ লাখ টাকায় নিলাম বিক্রয়ের অভিযোগ উঠেছে। রবিবার বিকাল ৩টায় এই নিলাম সম্পন্ন হয় বলে জানা যায়। অর্থঋণ আদালতের ১২/০৬ নং মামলার আদেশে সাতক্ষীরা জেলাধীন শ্যামনগর উপজেলার কালিঞ্চি মৌজার ১৩ নং খতিয়ানের ১৩.০৪ একর জমি গত সোমবার নিলামে বিক্রয় করা হয় বলে জানা যায়।

তথ্য অনুসন্ধানে দেখা গেছে, ১৯৯৫-৯৬ অর্থ বছরে চিংড়ি চাষের জন্য সাতক্ষীরার শ্যামনগর থানাধীন ভেটখালী গ্রামের মৃত অভয় বিশ্বাসের পুত্র মনোরঞ্জন বিশ্বাস অগ্রণী ব্যাংক ভেটখালী শাখায় ২৪ একর জমি মটগেজ দিয়ে মেসার্স বিশ্বাস এ্যান্ড ব্রাদার্স নামে ৭ লাখ টাকা ঋণ গ্রহণ করেন। উক্ত ঋণ পরিশোধ না করলে সুদে আসলে ২৬ লাখ টাকা আদায় করার জন্য অগ্রণী ব্যাংক ভেটখালী শাখার ম্যানেজার গত রবিবার এই জমি নিলামে বিক্রয় করেন। মটগেজ ডিড ও একটি পাওয়ার অফ এটর্নি দলিল করা হয়। পাওয়ার অফ এটর্নি দলিল সম্পাদন করার সময় উক্ত লোনের গ্রান্টার ভেটখালী গ্রামের মৃত দেবী রঞ্জন বিশ্বাসের তিন পুত্র অসীম বিশ্বাস, প্রনব বিশ্বাস ও হেমাদ্রী বিশ্বাসের নিকট থেকে তাদের নামিয় একই খতিয়ানের বক্রি ৬.৫২ একর জমি পাওয়ার অব এটর্নি নেওয়া হয়। হেমাদ্রী বিশ্বাসের জন্ম সনদ অনুযায়ী তার জন্ম তারিখ ১৩-০৮-১৯৭৭ এবং শ্যামনগর সাব রেজিস্ট্রি অফিসে সম্পাদিত গত ১০-০৪-১৯৯৪ তারিখের পাওয়ার অব এটর্নি দলিল নং ১৫৪১ ও মটগেজ দলিল নং ১৫৪০ দুটিতে হেমাদ্রীকে দাতা দেখানো হয়েছে। জন্ম সনদ অনুযায়ী তার বয়স তখন ১৬ বছর। দেশের প্রচলিত আইন মোতাবেক ১৮ বছরের নিচে বয়স হলে সে নাবালক তাই তার কোন সম্পত্তি হস্তন্তর করতে হলে আদালত থেকে অভিভাবক হিসাবে হস্তন্তরের অনুমতি নিতে হবে এবং দলিলে নাবালকের পক্ষে অভিভাবক হিসাবে স্বাক্ষর করতে হবে। কিন্ত দলিল দুটিতে হেমাদ্রী বিশ্বাস নিজেই স্বাক্ষর করেছেন। এই নাবলকের জমি ব্যাংক পাওয়ার ও মটগেজ নেওয়ার ব্যাপারে সে সময়ের অফিসাররা দায়ী বলে বর্তমান ম্যানেজার প্রবীর সরকার এই প্রতিবেদককে জানান। লোন গ্রহিতা তার নিজের ভেটখালী মৌজার ১২২/৩ খতিয়ান ও ১৪৬ খতিয়ানের জমিও এই দলিলে মটগেজ দিয়েছেন। লোন গ্রহিতার নিজের মটগেজকৃত জমির মধ্য থেকে ১৪৬ খতিয়ানের ১.৮৬ একর জমি গত বছর অগ্রণী ব্যাংক ভেটখালী শাখা থেকে সাড়ে এগারো লক্ষ টাকায় নিলামে বিক্রয় করা হয়। সে হিসেবে বিঘা প্রতি দুই লাখ টাকায় বিক্রয় হয়েছে দেখা যায়। অথচ এই ৪০ বিঘা জমি ৪১ লাখ টাকায় ব্যাংক ম্যানেজার যে নিলাম দিয়েছে তাতে এলাকার সুধি মহল হতাশ হয়েছেন।




Leave a Reply

Your email address will not be published.